আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
ধর্মীয় রাজনীতি আর জামায়াত তো এক না। আগে ধর্ম সর্ম্পকে জানা দরকার। ধর্মে কালা, যে সমস্ত লোক ধর্ম সর্ম্পকে এককানা জানে না তারাই আজ একথা বলে। আপনার আগে জানা দরকার ধর্ম কি বলে। কেন ধর্ম রাজনীতি চায়।
জামায়াত রাজাকার, আলবদর বলে কি ধর্ম খারাপ, ইসলাম খারাপ। আপনাদের জন্য দুখ্য হয় যারা এসব বড় বড় কথা বলেন, তারা দুই পাতা শেফারা আর আলিফ বা তাসা ছাড়া আর কিছু্ই জানেন না। জনাব, আপনাকে অনুরোধ কোরআন শরীফ নামে যে মহান কিতাব রয়েছে অনুগ্রহ পড়ে দেখেন, তা কতটা আদর্শবান, কতটা মানবতাবাদী কতটা শান্তিদায়ক। মার্কস, লেলিন মাওঙ সেতু কিংবা ডারউইন কিংবা জ্যোতিবসু হাসিনাবাদী খালেদাবাদী না হয়ে দয়া করে যদি মুসলমান হন তাহলে মুহম্মদবাদী (স) এর মত হন। এর জন্য জামায়াতী হতে হবে না, এর জন্য বাংলাদেশের কোন তথাকতিথ ইসলামী দল হবে না।
কিন্তু বাংলাদেশের রাজনীতিই ইসলাম নয়, তাহলে ধর্মকে কেন? আপনি জানেন ধর্ম কি? আপনাদের মত অজ্ঞ, ধর্ম সর্ম্পকে মূর্খ লোকগুলোকে আমার ঘৃণা যারা ধর্মকে শুধুই মসজিদের মশলা আর উত্থসবরে কারন হিসেবে দেখে আনন্দের জন্য উপলক্ষ করে নেন। কিন্তু ধর্ম সে বস্তুর নাম যা আপনার জন্ম থেকে কবর পযর্ন্ত আপনাকে পরিচালনের পথ বলে দেয়। তাই অনুরোধ বলার আগে ভেবে বলুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।