আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন নিয়ে 'অন্যায় বাণিজ্যে' ইয়াহু ও মাইক্রোসফট

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে ইমেইলের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে দলগুলো। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য বাণিজ্যের অভিযোগের প্রত্যুত্তর দেয়নি মাইক্রোসফট ও ইয়াহু। খবর ইউএসএটুডে-এর। অভিযোগ উঠেছে, তৃণমূল পর্যায়ের ভোটারদের মাঝে প্রচারণা চালাতে ব্যবহার করা হচ্ছে ইয়াহু ও মাইক্রোসফটকে। ভোটারের কাছে ক্যাম্পেইনের আগাম তথ্য দিতে ব্যবহার করা হচ্ছে ইমেইল ও রোবো কল।

ইয়াহুর ইউজারদের ইমেইল আইডির তালিকা বিক্রি করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত হলেও কোনো জবাব মেলেনি ইয়াহুর পক্ষ থেকে। সূত্র জানায়, মাইক্রোসফট এবং ইয়াহু ডিজিটাল প্রচারণায় ভোটারদের টার্গেটিং ও ডিজিটাল বিজ্ঞাপনে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিশেষ করে ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে নিয়মিত নির্বাচনী বিজ্ঞাপন ও প্রচারণাকে বিড়ম্বনা বলে মনে করেন ইমেইল অ্যাকাউন্টের কয়েক কোটি মালিক। পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাট প্রাইভেট রাইটস ক্লিয়ারিং হাউজের পরিচালক পল স্টিফেনস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ইন্টারনেট ব্যবহারকারীরা অতিষ্ঠ হয়ে উঠছেন। এ পদ্ধতি সম্পর্কে স্টিফেনস বলেন, এভাবে অনলাইনে ভোটারদের কাছে দক্ষতার সাথে মেসেজ পাঠানো যায়, ব্যয়ও হয় খুব কম হয়।

প্রতিক্রিয়াও জানা যায় মিনিটের মধ্যেই। যেসব মেইল থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে সেখানে ক্যাম্পেইন করার সুযোগ থাকে। যুক্তরাষ্ট্রের জনমতের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমটি আরও জানায়, এ ধরণের প্রচারণায় সাধারণ মানুষ অতিষ্ঠ এবং এটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.