আগামী জাতীয় নির্বাচন স্বধীনতা পক্ষ ও বিপক্ষ শক্তির যুদ্ধ। এ নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শেষ অংশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়।
আজ সোমবার টাঙ্গাঈল মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যদি স্বাধীনতা পক্ষের শক্তি ক্ষমতায় আসে তাহলে দেশ থেকে স্বাধীনতা বিরো্ধী শক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমরা দেশকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধপরাধী মুক্ত দেশ গড়তে চাই। এ জন্য আওয়ামী লীগকে ভোট দিতে হবে।
তিনি দেশবাসি ও মধুপুরবাসিকে উদ্দেশ্য করে আরও বলেন, আসুন অসমাপ্ত লড়ায়ে যুদ্ধপরাধী রাজাকারদের বিপক্ষে আমরা মুক্তিযুদ্ধের লড়ায়ে বিজয়ী হয়ে আসি। স্বাধীনতার চেতনায় দেশকে গড়ে তুলি।
এর আগে প্রধানমন্ত্রী পুত্র সাড়ে ১১ টায় মধুপুরে পৌছালে তাকে গাড়ো আদিবাসিদের ভাষায় নৃত্য পরিবেশর করে স্বাগত জানানো হয়।
উপজেলা সভাপতি খন্দকার শফি উদ্দিন মনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।