এই মুহুর্তে মাথায় কিছুই আসছে না....
ইভটিজিং বিরোধী গেরিলা বাহিনীতে
যোগ দিন দলে দলে। ইভটিজারদের বিরোধী দলে যোগ দিন
এখানে
কিছু লম্পট ইভটিজারদের সাজা দেখুন।
কারা আছেন গেরিলা বাহিনীতে?
এই বাহিনীতে আছেন র্যাব ও পুলিশের পরিশ্রমী কিছু সদস্য, আছেন মেধাবী কিছু আইনজীবী, আন্তরিক ক'জন সাংবাদিক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের উদ্যমী কিছু শিক্ষার্থী এবং অফুরন্ত প্রাণশক্তিসম্পন্ন কিছু ব্লগার ও ফেসবুকার। বলে রাখা ভালো, এখানে কেউ নেতা নয়, সবাই কর্মী, সবাই সমান। সুখের বিষয়, এখন প্রতি ঘন্টাতেই বাড়ছে বাহিনীর সদস্য সংখ্যা।
প্রত্যেকেই এই মর্মে অঙ্গীকারাবদ্ধ যে, যখন যেখানে যার সাহায্য প্রয়োজন হবে, তারা সেখানে সাহায্য করবেন। তাদের সাহায্য নিয়ে ইভটিজারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সেটা প্রচার করা হবে।
গেরিলা বাহিনী মূল কাজ কী?
১. বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের আগ্রহী মেয়েদের বিনামূল্যে কারাতে এবং সেলফ ডিফেন্স প্রশিক্ষণ দেওয়া হবে।
২. বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা এক বা একাধিক ইভটিজিং বিরোধী গেরিলা গ্রুপ গড়ে তুলবো। আমাদের থাকবে একটি নির্দিষ্ট ফোন নাম্বার।
কোথাও ইভটিজিংয়ের খবর পাওয়া গেলে, ফোনে জানালে গেরিলা গ্রুপের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হবে।
৩. অনলাইনভিত্তিক ইভটিজারদের বিরুদ্ধে অনলাইনেই প্রতিরোধ গড়ে তোলা হবে। এজন্য সদা প্রস্তুত থাকবে সাইবার গেরিলা ইউনিট।
৪. বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইভটিজিং বিরোধী প্রচারণা চালাবো হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।