আমাদের কথা খুঁজে নিন

   

কাজী হায়াতের ইভটিজিং নিয়ে ছবি করার ঘোষনা পাড়ার ইভটিজারদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে

Set sail, ye hearts~ into the sea of hope..

এবার ‘ইভ টিজিং’ নিয়ে ছবি করার ঘোষনা দিলেন বাংলাদেশের স্বনামধন্য চলচিত্র পরিচালক কাজী হায়াত। আর এই ছবি প্রযোজনা করবেন তারই পুত্র অভিনেতা কাজী মারুফ। এই নিয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা প্রসঙ্গে মারুফ জানান, তিনি তার বাবার এই বিষয় নিয়ে চলচিত্র বানালোর পরিকল্পনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। “…মাদক নিয়ে যদি ছবি হতে পারে, তাহলে ইভ টিজিং নিয়ে হতে পারবে না কেন?” এই অভিনেতার ভাষ্য অনুযায়ী, “এপ্রিল মাসেই শুটিং শুরু করে দেবো ছবির জন্যে,সব কিছু গুছিয়ে এই বছরের মধ্যেই হয়তো হলে মুক্তি পাবে ছবিটি…” এদিকে এই ভিন্নধর্মী ছবি নির্মানের খবরে ইভ টিজারদের মাঝে ব্যপক সাড়া পড়ে গেছে, অনেকেই এই খবর শুনে আমাদের কাছে উল্লাসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাড়ার গার্লস কলেজের সামনে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু যুবকের সাথে কথা বলে জানা গেলো, তারা প্রত্যেকেই কাজী হায়াতের ছবি এবং কাজী মারূফের অভিনয়ের ভক্ত। এমন দুই জন সেলিব্রিটি তাদের নিয়ে ছবি করবেন তা তাদের কাছে অবিশ্বাস্য আর অপ্রত্যাশিত। “…বসের ছবি একটাও মিস দেই না আমি” গর্বের সাথে বললেন একজন, “একবারতো সিনেমা হল ভাংচুর করেছিলাম টিকিট কাটতে বলায়…” আরেকজন জানান কাজী মারুফই তার আদর্শ, “বাংলাদেশের মধ্যে মারূফই সেরা নায়ক, আমি তারেই ফলো করি সবসময়, এই ছবি বের হলে যে কোনো উপায়ে সেটা দেখবো আমি…” উপস্থিত যুবকদের সকলেই উরাধুরা প্রতিনিধির কাছে এই ছবিতে অভিনয়ের ইচ্ছা পোষন করেছেন এবং তাদেরকে সামাজিক ভাবে মূল্যায়নের জন্য কাজী হায়াতকে ধন্যবাদ দিয়েছেন। প্রত্যেকেরই অনুরোধ ছবিটিতে একজন ইভ টিজারের চরিত্র যেন ঠিকভাবে উঠে আসে এবং তাদের দুঃখ কষ্ট এবং বিড়ম্বনার সঠিক চিত্র যেন ইতিবাচক ভাবে ফুটিয়ে তোলা হয় এর ভেতর। সূত্র: উরাধুরা নিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.