চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই !
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর চলচ্চিত্র নির্মান করা হচ্ছে । তাও আবার হলিউডে ।
অবশেষে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয়ের জন্য সম্মত হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। প্রায় তিনবছর ধরে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে এর কলাকুশলী চূড়ান্তের কাজ করে চলেছেন এদেশের বরেণ্য কলামিস্ট ও অমর একুশের কালজয়ী গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। চলচ্চিত্রের নাম ‘দ্য পোয়েট অব পলিটিক্স’।
চলচ্চিত্রটি নিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে নির্মাতা ভেবে রেখেছিলেন অমিতাভ বচ্চনকে। এ বিষয়ে বেশ ক’বার মুম্বাইতে যোগাযোগ করে নিরাশ হয়ে ফিরে আসেন তিনি। এরপরও হাল ছাড়েন নি। বিভিন্ন সাক্ষাত্কারে অমিতাভ বচ্চন এ প্রসঙ্গে বলেছেন, বঙ্গবন্ধু’র মতো নেতার চরিত্র করাটা অনেক দুরূহ একটি কাজ। কোনভাবে ভুল হলে তা এই মহান নেতার প্রতি অসম্মান হয়ে যাবে।
আমি এই ঝুঁকি নিতে চায়নি। ’
অবশেষে পুরো স্ক্রীপ্ট পড়ে এখন শুধু অমিতাভ বচ্চন একাই নন বচ্চন পরিবারের আরো দুজন গুরুত্বপূর্ণ সদস্য অর্থাত্ অভিষেক বচ্চন অভিনয় করবেন তরুণ শেখ মুজিবুর রহমানের চরিত্রে আর বঙ্গবন্ধু’র পুত্রবধূ সুলতানা কামালের চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বেশ কয়েকটি ওয়েবসাইটে এই চূড়ান্ত সম্মতির খবরের সত্যতা পাওয়া গেছে। এদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শর্মিলী ঠাকুর, সাবানা আজমীসহ একাধিক অভিনেতা।
নির্মাতা মারফত জানা যায়, পুরো চলচ্চিত্রে প্রায় সকল অভিনেতায় এই ঐতিহাসিক চলচ্চিত্রের জন্য কোন পারিশ্রমিক নিচ্ছেন না। এই বিশাল প্রেক্ষাপটে শেরেবাংলা, মওলানা ভাসানী, মানিক মিয়া থেকে শুরু করে ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্রের সেলুলয়েড রূপদান থাকবে বলে জানা গেছে। আমেরিকার চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান এমজেএম এর কারিগরি দিক দেখাশোনার দায়িত্বে থাকবেন। হলিউড বক্স অফিসে ইংরেজীতে এই চলচ্চিত্র মুক্তি পেলেও পরবর্তী বাংলাসহ বিভিন্ন ভাষায় রূপান্তর ও সাবটাইটেলসহ মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নির্মাতা আব্দুল গাফফার চৌধুরী বলেন, ‘এর আগে ভারতের গান্ধী চরিত্র নিয়ে চলচ্চিত্রে মোট ৬০ জন গুরূত্বপূর্ণ পারফরমার অভিনয় করেছিলেন।
আর এই চলচ্চিত্রে থাকবেন ৮০ জন। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।