জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
*** কাকডাকা ভোরে ঘুম ভেঙে যায় বউদের।
*** ঝটপট বিছানা ছেড়ে হাত-মুখ ধুয়ে ছুটতে হয় রান্নাঘরে।
*** টেবিলে নাস্তা লাগানো,
*** এক ফাঁকে বিছানা গোছানো,
*** বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে হাত-মুখ ধোয়ানো,
*** পরিবারের সবাইকে নাস্তা করিয়ে বাচ্চাটিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করা,
*** বৃদ্ধ শাশুড়ির প্রতি খেয়াল করা,
*** স্বামী অফিসে যাবে বলে তার তদারকি করা এসব কিছুই বিরামহীনভাবে তাকে করতে হয়।
*** তারপর চাকরিজীবী বউদের ছুটতে হয় অফিসের উদ্দেশ্যে।
*** বাড়ি ফিরে বিকালের নাস্তা তৈরি করে সবাইকে খাওয়ানো,
*** কার কখন কী প্রয়োজন সবকিছুতে নজর রাখা,
*** অতিথি এলে সমাদর করা,
*** বাচ্চাকে পড়ানো,
*** রাতের খাবার রেডি করে সবাইকে খাওয়ানো।
*** ঘুমাতে যেতে রাত বারোটা কি একটা বেজে যায়।
*** এভাবেই নিত্যদিন ঘর ও অফিস সামলিয়ে বিরামহীন পথ চলেন নারীরা।
*** গ্রামের কিষাণবধূ ভোর চারটায় ঘুম থেকে উঠে পুকুর থেকে পানি আনেন।
*** নামাজ সেরে ঘর-উঠান ঝাড়ু দেয়া,
*** রান্নার জন্য চুলা জ্বালানো,
*** গরুর খাবার দেয়া,
*** ধান ঝাড়াই-মাড়াই করা থেকে শুরু করে গোলায় তোলা,
*** ধানবীজ সংরক্ষণ করা,
*** খাবারের জন্য শস্য ভাঙানো,
*** হাঁস-মুরগি প্রতিপালন,
*** শাকসবজি উৎপাদন এসব করতে করতেই বেলা শেষ হয়ে যায়।
*** সারাজীবন এভাবেই কাটে কৃষাণীর।
মেয়েরা বেশী কাজ করে বলেই তারা বেশী কাঁদে।
একটা মেয়ে কান্না করলে, সারা দুনিয়ার সবাই আসবে তাকে সান্ত্বনা দিতে
একটা ছেলে কান্না করলে বলবে ‘‘মেয়েদের মত আচরণ করবি না" !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।