সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
১৮.০৮.২০০৯
ঢাবিতে সেমিনার শেষ করে আজিজ সুপারে বসে আছি বিকেল বেলা। সঙ্গে বাংলা বিভাগের এক শিক্ষক ও উঠতি কয়জন বুদ্ধিজীবি! হঠাৎ করে নামে ঝুম বৃষ্টি। এর মাঝে আমি একা উঠে পড়ি তাদের ছেড়ে। ভিজতে ভিজতে মাথায় জন্ম নেয় কবিতাটি .................
স্রোতের মতন ঢল নামে,
বৃষ্টির মতন, ধূলো ঝড়ের মতন-
কখনো কখনো বাঁধ ভাঙ্গা বন্যার মতন,
নামে পিপড়ার মতন
তিরতির করে গড়ে উঠা প্রাসাদের মতন,
মানুষ নামে।।
ঘর্মাক্ত মানুষ, কামার্ত্ব মানুষ
ক্ষুধার্থ মানুষ, সফল এবং ব্যর্থ মানুষ
নামযুক্ত মানুষ, নামহীন মানুষ
একা মানুষ, দলীয় মানুষ
বোরকা, সালোয়ার কামিজ মানুষ
লুঙ্গি, প্যান্ট, টুপি পরা মানুষ
মুখোশ ও মুখোশের অন্তরালের মানুষ।
রাজনীতির মানুষ, সমাজনীতির মানুষ
নীতিবিহীন মানুষ
বিবেকবান ও বিবেকহীন মানুষ
দিনের মানুষ, রাতের মানুষ
ঘর ছাড়া মানুষ, ঘরে ফেরা মানুষ
ভদ্র এবং মাস্তান মানুষ
দাড়ি, গোফ এবং ন্যাড়া মানুষ ।
কালো মানুষ, ধলা মানুষ
হাত, পা চোখহীন মানুষ,
চশমা ও চশমাহীন মানুষ
লম্বা ও খাটো চুলের মানুষ
শুদ্ধ ও ভুলের মানুষ
শক্ত পাষাণ হৃদয়ের মানুষ
কোমল মায়াময় মানুষ।
হাফহাতা ও ফুল হাতা শার্টের মানুষ
রিক্সা, বাস ও প্রাইভেটকার হাঁকানো মানুষ
সোজা মানুষ, বাঁকা মানুষ
ডান ও বামপন্থী মানুষ
স্বৈরাচার ও গণতন্ত্রী মানুষ
চিকন মানুষ, মোটা মানুষ
রুটি ও পরোটার মানুষ।
এত মানুষ
এত এত মানুষের সংসারে,
কে চিনতে পারে কারে?????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।