আই লাভ দ্যা স্মোক, আই লাভ দ্যা স্মোকি লাইফ। সব ধোয়াটে থাকবে। ইচ এন্ড এভরিথিং। ড্রপ দেই তাই
==================
অজস্র কোর্স এসে চলে যায়
পড়াশোনা করা দুর্বিসহ ।
নেই আর পড়বার অভ্যাস
ভুলে যাই সব পড়া অহরহ ।
।
বই গুলো ভয়ের খনি আজ
খোমা বই শুধু আলো ঝলমল।
চারিদিকে কত ক্রিয়েটিভ কাজ
পড়লেই গরম হয় মেজাজ। ।
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
আড্ডা দেই সারা সন্ধ্যেবেলা
পড়াশোনা করা হয় না আমার
আড্ডা দেই সারা সন্ধ্যেবেলা
পড়াশোনা করা হয় না আমার
জ্ঞান রাখার জায়গা পাইনা কোথাও
জ্ঞান দিয়ে দিয়ে হয় রাত কাভার
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই সব বইগুলো
ঝা চকচকে
ড্রপ দেই তাই সব বড়ভাই
সারাদিন বকে
ড্রপ দেই তাই আড্ডা দিয়ে
রাত্রি গড়ায়ে
ড্রপ দেই তাই গরমের সকাল
লেপ কাথা মুড়ায়ে
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
(একটা মর্মান্তিক সোলো)
ড্রপ কেন দেই তাই ভেবে ভেবে বছর ঘোরে
ড্রপ কেন দেই
কেন দেই আজ শেষ বছরে।
কেন যে ফাইনালের প্রশ্ন পোড়ায় এ বুক
এক্সাম হলে
হতাশ হয়ে কাটবো খাতা
ড্রপ দেই তাই ;
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
ড্রপ দেই তাই
============================================
রাফার "তুই নেই তাই" অনেক সুন্দর এবং আমার প্রিয় একটা গান। নীচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
ডাউনলোড লিংক
পরীক্ষা চলে তো, রাজ্যের চিন্তাভাবনা মাথায় ঘোরে। এইসব আজাইরা চিন্তা-ভাবনার ফসলই এই প্যারোডি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।