আমাদের কথা খুঁজে নিন

   

এ প্যারোডি অফ লাভ

জন্ম থেকেই জ্বলছি টানাটানা চোখদুটো দেখে লাগে লোভ যে চাইনিজ-ফাস্টফুড দেই কতো টোপ যে এটা চাই, ওটা চাই মন তার পাইনা চাই আমি হটকেক চকলেট চাইনা ঠোঁট দুটো মুচকি দেখে মাথা ঘুরছে প্রতিদিন প্রতিরাত এই হার্ট পুড়ছে ভেবেছি ছেড়েই দেবো তোমাকে কালকে ব্যাস কাল আর আসেনাতো প্রতিদিনই কিক-অ্যাস তাই আমি ধুঁকছি এ প্যারোডি লিখছি চেয়ে চেয়ে দেখছি তুমি কতো সেক্সি যারা যারা পড়লে ভাবছো, কি অশ্লীল ! আমার আকাশ কালো তোমার আকাশ নীল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।