আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

কুংফু সিরিয়াস- ব্রুস লি গোটা ছয় ইট ভাঙ্গি ক্যারাটের কোপে তবু ভয়ে থাকি কখন কি হয়? তোমার চোখের দিকে যখনই তাকাই- দিগন্তছাড়া ভয়ে প্যান্টু ভিজাই। কই শিক?- পুরোপুরি পারিবারিক সংসারের ঝোলা ধরতে হবে এটাই বিবাহিত পুরুষের দস্তুর, কিন্তু নিত্য সকালে এ কোন আজাব? ঘুমের ভেতর স্বপ্ন আসছিলো তরতাজা, বিগত প্রেম আর প্রেমিকার স্বপ্ন বুনে বুনে ভালোই লাগছিলো হঠাৎ পা পিছলে স্যাঁত স্যাঁতে কাদায় হাত পড়লো, মেজাজটাখিঁচরে গেলো স্বপ্নোত্থিত বিভ্রম কাটলো যখন বুঝলাম ঐ প্যাঁচপ্যাঁচে কাদার রূপকে আসলে হাত পড়েছে ছোটকুর প্রাতঃকৃত্যে। গিনি্নকে হুংকার দিয়ে ডাকলাম- কি বেকায়দা কাজকারবার, অন্তত সকালের ঘুমটা একটু ভালো হওয়া দরকার এইটাও বুঝো না? পূরীষে মাখামাখি দিনাগমনের পরবর্তি ঘটনা কি হতে পারে, সকালের রিকশা থেকে আচমকা ব্রেকের ধাককায় ছিটকে রাস্তায়, কিংবা রাস্তা মিস করে যদি খোলা ম্যানহোলে পড়ি, মর্নিং শোওজ দ্যা ডে, আসলে গেরস্থজীবন মানে নানামাপে কাটাকাটি করে একটা ছেড়া ত্যানা পেঁচিয়ে জীবনযাপন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।