আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি

জন্মতো নিলাম দেখি কবে মরতে পারি সত্যকে লইয়া ডাকি কহিছে টাউট সাধুতার বড়াই তোমার করিব যে আউট আমি সুখে ঘুরি ফিরি খাই কমিশন তুমি কতো কষ্টে চল যা পাও বেতন যদি না কামাইতে শেখ এক্সট্রা টু পাইস সারা জীবন খাইতে হবে আধপেটা রাইস সত্য হাসিয়া বলে যাই বল ভাই এর চেয়ে বেশি যে মোর প্রয়োজন নাই শ্রদ্বার সাথে মিলে যা দেয় মোর দেশ তাই নিয়ে শান্তিতে আছিতো বেশ মোদের গরব মোদের আশা ক্লাবের বার “স্কচে” ঠাসা বল চোর, বল উন্নত মম শির শির উচিয়ে বারোটা বাজাই এই দেশের ট্রেজারির চাদা উঠেছে, বোতল এসেছে গাজার পুরিয়া কই নাচনে ওয়ালি নটি নিয়ে নেতা আসছে ওই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।