আমাদের কথা খুঁজে নিন

   

তারুণ্য না অভিজ্ঞতা ??

Sometimes people deserve to have their faith rewarded. প্রায়ই এই বিতর্ক উঠতে দেখা যায় ক্রীড়া ক্ষেত্রে। ফুটবলেই এই বিতর্ক দেখা যায় সব চেয়ে বেশি। প্রায়ই কোচরা তরুন খেলোয়াড় দলে নিলে অভিজ্ঞতার অভাবের সমালোচনা শুনেন। আবার বুড়া খেলোয়াড় দলে নিলেও অপবাদ শুনতে হয়। যদিও বেশির ভাগ কোচই তরুন খেলোয়াড় নিয়ে দল গড়েন। কিন্তু তরুন নিলেই কি সাফল্য পাওয়া সম্ভব?? বড় সব টুর্নামেন্ট এই দেখা যায় এমনটা খুব কম ই ঘটে। ২০০৬ বিশ্বকাপে জিদান, ২০১০ এ ফোরলান, এবং ২০১২ এই ইউরোতে এখন পর্যন্ত প্রতি ম্যাচে পির্লো ই আলো ছড়িয়েছেন সব চেয়ে বেশি । কালকের খেলা দেখার পর এই নিয়ে আর কারো সন্দেহ থাকার কথা নয়। গতকাল যারা পির্লোর পেনাল্টি দেখা মিস করেছেন, তাদের জন্য লিঙ্ক নিচে দেয়া হল -  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।