মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।" কাজে এসে প্রথমেই এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসলাম। অথচ একটা সময় ছিল যখন অন্যদের দেখতাম এই জিনিস খেতে (আই মিন পান করতে!) তখন কোনভাবেই মাথায় ঢুকতো না তিতা-কালো এই জিনিসের ভিতর কি মজাটা পাবলিকে যে পায়? মনে পড়ে ছোটবেলায় বাসায় যখন শাখ রান্না হতো তখন নিদেনপক্ষে একটা ডিম ভেজে দিতে হতো আমাকে। মেজাজটা খারাপ হতো যখন দেখতাম অন্যেরা আবার এই পাতা-পুতা ভাজি মজা করে খাচ্ছে!!! বুঝতাম না ছাগলের মতো এই পাতা-পুতা ভাজি খাওয়ার মাঝে কি এমন মজা লুকিয়ে আছে? আর তিতা-করলার কথা নাহয় নাই বলি! পয়সা দিয়ে মানুষ কেন যে বাজার থেকে এই তিতা জিনিস কিনে খায়? অথচ এখন! এই শাখ আর তিতা-করলা ভাজি (বন্ধু শিপুর কথা মনে পড়ছে.....এই বেটা আবার এই জিনিস ভাল রান্না করতে পারত...) একটা হলেই আর কিছু লাগে না তৃপ্তি করে চারটা ভাত খেতে। খাওয়ার টেষ্টে এতটা চেন্জ মাঝেমাঝে নিজেকেই অবাক করে???.......বুঝতে পারছি বয়স হচ্ছে!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।