!!!!!!
আমি হারিয়েছি "সেই সময়''কে..
যেটা চেয়েছিলে বহুকাল ধরে।
বহুবার আমি দিতে চেয়েছি ...নক্ষত্রমালার মাঝে সপে ...
হরিয়ে গিয়েছিলাম "ব্ল্যাক হোলে"র অতল গহ্ বরে-যেথায় ছিল না আমার অস্তিত্ব কিছুই। তোমার সুদীপ্ত উজ্জল্যের কাছে আমি ছিলাম শীর্ন - জীর্ন, যেমনটা "সূর্যের কাছে ধুমকেতু!!!"
বহু ছায়াপথ ঘুরে -বহুকাল পারে
আকাশের নীলিমায় ঠায় দড়িয়ে আজ আবার"সেই সময়" দুচোখ ভরে দেখছে "এই সাময়"কে।
মনে পরে কি সেই দুরন্ত-চঞল অস্থিরতা..
সময়ের হাওয়ায় যা হয়ে উঠেছে আজ স্থবিরতা।
মনে পড়ে কি সেই শীর্নতা...
মাহাকালের হাওয়ায় যা আজও ম্রীয়মান..
তবে কিসের ভরসায় "সেই সময়" গ্রাস করে "এই সময়" কে?
তবে কি "ব্ল্যাক হোলে"ই হবে "সব সময়ে"র শেষ ঠিকানা.?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।