আমাদের কথা খুঁজে নিন

   

সমাজের ব্ল্যাক হোল

আরেকটি হাবি জাবি ব্লগ!!

ব্ল্যাক হোলের প্রচণ্ড শক্তি। যার ফলে তার আশে পাশের সব কিছু নিজের দিকে টেনে নেয়। সব কিছু ধ্বংস করে ফেলে। এ সব ব্ল্যাক হোল অনেক দূরে , আমাদের সৌর জগতের বাহিরে। আমরা এ সব ব্ল্যাক হোলকে দেখি না।

তবে ব্ল্যাক হোল দেখার জন্য বেশি দূর যেতে হবে না। আমাদের চারপাশেই অনেক ব্ল্যাক হোল রয়েছে। আমারা এদের অহরহ দেখি, শুধু বুঝিনা এরাই সবচেয়ে বড় ব্ল্যাক হোল। পত্রিকা খুল্লেই আমরা দেখি ইভ টিজিং জন্য আমাদের বোনরা লাঞ্ছিত হয়েছে, পরে তা সহ্য করতে না পেরে আত্ম হনন বেছে নিয়েছে। ইভ টিজারদের বাধা দিতে গিয়ে আমাদের মায়েরা মোটর সাইকেলের নিছে পিষ্ট হয়ে মরছে, আমাদের শিক্ষকেরা এর প্রতিবাদ করতে গেলে মার খেতে খেতে জর্জরিত হয়ে মরছে।

এই ইভটিজাররা কি ব্ল্যাক হোল নয়? এরাও তো ব্ল্যাক হোলের মত সব কিছু ধ্বংস করছে, ধ্বংস করছে আমাদের বোনেদের উজ্জ্বল জীবন। “আমদের দেশের পরতে পরতে ব্ল্যাক হোল লুকিয়ে আছে” আমাদের সংসদেও রয়েছে আরও বড় ব্ল্যাক হোল। ইভটিজাররা গোটা কয়েক জনকে ধ্বংস করে। আর আমাদের সাংসদেরা পুরো জাতিকে ধ্বংস করে। আমাদের বাজেট পাশ হয়ে তা আর সংসদ ভবনের বাহির হয় না সংসদ ভবনের ভিতরের আমাদের সাংসদদের অতল গহ্বরে লুকিয়ে যায়।

এ ভাবে আমাদের দেশ আর উন্নয়নের মুখ আর দেখে না। আমরা গরিব দেশ হিশেবে দূর্যোগের সময় বিদেশীরা ত্রান দিলে সে ত্রান আর আমাদের গরিবদের পেটে জোটে না। তা আমাদের নেতাদের হাতের মধ্যে ই শেষ হয়ে যায়। আপনি ব্ল্যাক হোল খোজার জন্য আর আপনাকে মহাকাশে দেখতে হবে না। আশে পাশের এ সব ব্ল্যাক হোল গুলো নিয়ে ই একটু গবেশনা করুন কেন এরা এমন করে, তাতে আমাদের কিছু লাভ হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.