আমাদের কথা খুঁজে নিন

   

অবাধ তথ্য প্রবাহের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে..............তথ্য মন্ত্রী

বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, তৃণমূল পর্যন্ত অবাধ তথ্য সরবরাহের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূলের জনসাধারণের জ্ঞানচর্চার লক্ষে উপজেলা পর্যায়ে গণ গ্রন্থাগার নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আজ ( শনিবার) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা গণ গ্রন্থাগারের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। সে কারণে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে।

এর ফলে সমাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা হয়েছে। আশা করি এর মাধ্যমে দুর্নীতিও কমে যাবে। তিনি বলেন, বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। তিনি বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য কৃষিসহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়নগুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কেএম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান শান্তনা হক শান্তা, গণ গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক নুর হোসেন তালুকদার, গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রকল্প পরিচালক মঞ্জুর মোরশেদ চৌধুরী, শিক্ষার্থী সুলতাল মাহমুদ, তাসলিমা আজিজ।

১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে গণ গ্রন্থাগারের এ নতুন ভবন নির্মাণ করা হয়। এর আগে মন্ত্রী স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.