আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন দেশ থেকে কলসেন্টার গুলির মুদ্রা অন লাইনে আনা যায় না?

কোলকাতায় আমার পরিচিত একছেলে ফোনের মাধ্যমে আরেক ছেলের সাথে পরিচিত করায়। সেই লোক আমাকে অফার করল একটি ব্যবসার। ব্যাপারটা এই রকম কোলকাতার বিভিন্ন কল সেন্টার থেকে বিশ্বের বিভিন্ন দেশে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। এরা এই সাপোর্টের বিনিময়ে ডলার বা যে কোন মুদ্রা পাচ্ছে তা ভারতে ওয়েষ্টান ইউনিয়নের মাধ্যমে আনতে পারছে না। আমার যেহেতু অনলাইন মানি টান্সফার কোম্পানী আছে এই টাকাগুলি ওদের ওয়েব সাইটের মাধ্যমে আমার একাঊন্টে পাঠাতে পারবে ।

তারপর আমি টি টি করে ওদের এই দেশ থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিব আমার মানি টান্সফার কোম্পানির মাধ্যমে। আমার পেমেন্ট গেটওয়ে ওরা ওদের ওয়েব সাইটে ববহার করবে। মুদ্রাগুলি আমার একাঊন্টে এসে যাবে। বিনিময়ে ওরা একটা ভালো কমিশন অফার করছে। ইতি মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়েষ্টান ইউনিয়নের মাধ্যমে কিছু মুদ্রা আমি রিসিভ করে ওদের পাঠিয়ে ও দিয়েছি।

ওদের যদি আমার পেমেন্ট গেট ওয়ে ব্যবহার করতে দেই তবে কি কোন ধরনের রিক্স আছে ? আর অনলাইনে ইন্ডিয়াতে পেমেন্ট নিতে পারে না এটা কি সত্যি। জানালে উপক্কৃত হব। কারণ যেই দেশে থাকি এখানে বসে কোন অবৈধ রিক্সে যাওয়া যাবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.