নোয়াখালীতে আওয়ামী লীগ, বিকল্পধারাসহ বিভিন্ন দলের পাঁচজন প্রার্থী রোববার বিভিন্ন আসনে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছে। এঁরা হলেন- নোয়াখালী- ৪ বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান ও বাসদের দলিলুর রহমান, নোয়াখালী-৬ (হাতিয়া) জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর একাংশ) বিজেপির মোঃ মমিন উল্লা ও জাসদ (রব) মাষ্টার নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান লীপুর জেলার রামগতিতে মনোনয়নপত্র জমাদিতে না পারলেও বিকেল ৪.৩০টা নোয়াখালী জেলা প্রশাসক মোঃ আব্দুল হকের নিকট তার মনোনয়নপত্র জমা দিয়েছেন । পরে তিনি দিগন্ত টেলিভিশনের সাথে এক স্বাাতকারে বলেন মহাজোট থেকে নয় বিকল্পধারা ও যুক্তফন্ট থেকে প্রার্থি হয়েছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।