আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি কিন্তু, পইড়া রইলাম পরের দেশে। আপসোস !! বাংলাদেশ । ত্রিশ লাখের অধিক মানুষের তাজা রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র । ছোট বেলা থেকে পাঠ্যপুস্তকে দেশের স্বাধীনতার ইতিহাস পরেছি । জেনেছে কত ত্যাগ- তীতিক্ষার মধ্যে দিয়ে অর্জিত হয়েছে এই দেশের স্বাধীনতা ।
কয়েক বছর আগের কথা স্বাধীন দেশের ইতিহাস শুধু পাঠ্যপুস্তকেই মাজেই পরেছি , শুনেছি দাদার কাছে এই দেশের জন্ম নেয়ে কিছু মানুষরুপী পশুর কথা যারা দুই চোখ দুই কান এবং বিবেক থেকেও নিয়েছিল অসত্যের পথ । শুনেছি রাজাকার আলবদর বাহিনীর কুকীর্তির কথা । জেনেছি সেই আলবদর রাজাকার দের এই দেশেই মন্ত্রী সংসদ হবার কথা , জেনেছি রাষ্ট্রীয় পতাকা নিয়ে এই দেশে তাদের অবাধে চলাফেরার কথা !!
এখন আমি বুজতে শিখেছি , কোনটা সঠিক জানতে শিখেছি ।
আজ আমি নিজ চোখে দেখতেছি , কিভাবে এই দেশের ত্রিশ লাখ শহীদকে তিন লাখ বলে উপহাস করা হচ্ছে , যেখানে কোন দিন কোন কিতাব কিংবা কারো মুখে একটি বারের জন্যও কখনো এমন শুনিনি ...
আজ আমি দেখছি , জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন সংসদ (নিলুফার মনি ) সদস্য যে কিনা এই দেশে থেকে , এই দেশের জনগনে ভোটে নির্বাচিত হয়ে , এই দেশের জনগনের করের, টেক্সের টাকায় বেতন-ভুক্ত হয়ে এই দেশেরই ইতিহাসের একটি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনকে নিয়ে প্যারডি করল ।
৭ই মার্চের ভাষন ।
যে ভাষন শুনলে যে কোন বাঙ্গালির রক্তে আগুন জ্বলত , এখনো বাঙ্গালির কণ্ঠে কণ্ঠে যে ভাষন শোনা যায় , যে ভাষনের জের ধরে অর্জিত হল আমাদের স্বাধীনতা সেই ভাষনকে নিয়ে প্যারডি করা , এই দেশের প্রতি কতটা অপমানজনক ...!!
অথছ , এই প্যারডি নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই , উলটো এই কথার পর কয়েকজন সামনে থাকা টেবিলে হাত বাজিয়ে উল্লাস প্রকাশ করেছেন ... সরকারী দলের নেতাদের মধ্যেও নেই তেমন কোন প্রতিক্রিয়া ! মুক্তিযুদ্ধের চেতনাবাদী তরুন সমাজের নেই তেমন কোন প্রতিভাদ । দেশের বিশিষ্ট জনদের নেই কোন কলাম , পত্রিকা গুলাতে দেখতে পেলামনা এই বিষোয়ে কোন সম্পাদকীয় ।
গতকালকের সংসদ অধিবেশনে নিলোফার মনির এমন বক্তব্য , এই দেশ এই জাতির জন্য একটি কলংক বলা যায় । গোলাম আজম যেমন এই দেশের সাথে বিশ্বাসঘাতকটা করেছিল , ঠিক তেমনি নিলোফার মনিও গতকাল সংসদে এবং কয়েক মাস আগে চ্যানেল আই টকশো তে মুক্তিযুদ্ধের শহীদ দের নিয়ে ভুল তথ্য দিয়ে বিশ্বাস ঘতকটা করল ।
এজন্য , আমি দেশের একজন সাধারন নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান রক্ষার সার্থে বিএনপির সংসদ নিলোফার মনির এই বক্তব্যের জন্য দেশের মানুষের ক্ষমা প্রার্থনার দাবী জানাই ।
অন্যথায় সামনে নিলোফারের মত বিবেকনষ্টা মানুষের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বেড়েই চলবে ...
নিলোফারের বক্তব্যের আংশিক দেখুন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।