আমাদের কথা খুঁজে নিন

   

মিশ্র -১০

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই ১ এমন দিন আসবে কংক্রিটের সাফারি চিড়িয়াখানায় স্বর্ণমৃগ ঘুরে বেড়াবে গোল্ড কোটেড ওয়েস্টার্ন ডিয়ার সে হবে শান্ত ভদ্র, ছুটে বেড়াবে না, দৌড়াবে না, তবে তাকে দেখতে পার মিনিট ডলারে পে করতে হবে ২ চোখে নেই রেলপথ বা মাটির সড়ক স্বাধীনতায়; পানি আছে নদীর মতন যে দিকে মন ভেসে যাবে একাই ৩ মানুষ - আগে সে মানুষ হোক তারপরই না মহামানব হওয়া ৪ নিরুপমা ভালবেসেছিল জেনেছিল ভালবেসে মরে যাওয়া যায়, তখনও মৃত্যু দেখে নি আকাশে তারা ভিড়ে রক্তিম এমন গোলাপের ঝাড় ৫ পাখিগুলো ডানা খুলছিল, ছেলেরা বড় হচ্ছিল রঙিন ডানা থেকে প্রেমার্ত হয়েছিল মিতিয়া, রুণি, পিউলী স্কিপিং রোপ, ভাঙা ইট থেকে রাত জাগা চোখ বর্তমান-খাদক হাঙর এসে আমাদের সব ঘটনা গিলে খেয়েছে ৬ পেয়েছি পাথুরে এক মন, জল পেয়ে ঝর্ণা হলে করো না বারণ ৭ ছোট্ট একটি মেয়ে সে কাছে এসে আদর নিতে জানে দুষ্টুমিতে পাকা সে নেচে বেড়ায় ঘাস ফড়িং এর গানে ৮ বহু কিলোওয়াট অন্ধকারে; বিনে পয়সায় পেয়ে গেছি বছর কে বছর, এবার প্রতি ইউনিট ডার্কনেসের জন্য খাজনা না বসলেই হয়! ৯ মিউজিক্যাল ঝর্ণায় দেখেছি শত শত শিশুর মেলা পানিতে ভিজছে, লাফাচ্ছে, উদ্দাম বর্ষায় ছুটোছুটির মত রঙিন আলোয় মনে হল স্বর্গটা এমনই হওয়া উচিত -- ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।