নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই ১ বুঝি না পৃথিবীর মন জগতের অন্য প্রান্তে আত্মীয় বন্ধন অজ্ঞাতি কেউ পরিচয়ে মুছে দেয় অতীতের কষ্ট ফিঙে দোয়েল দূরে চলে যায়; সচকিত এক হলুদ ফিঞ্চ উড়ে আসে ঝাউ গাছে - কি মায়ায় ২ মেঘে মেঘে ছেয়ে গেছে পাখিদের সুনীল জমিন ঘরে তার ঠাঁই নেই বৃক্ষ কেটে করেছ বিলীন ৩ দপ্তরের চাবির মতো ভোর বেলা তন্ন তন্ন করে কিছু খুঁজি, একটা বহমান নদী - তরঙ্গে ভেসে আসে কানের দুল; সাদা ফেনায় মাছ টুপ করে লাফ দেয় মেইলবক্স খুলতেই রূপবতী মেয়ের ছাপানো-বিজ্ঞাপনের মতো এসব দৃশ্য অর্থহীন বিমান বালার মতো প্রশিক্ষিত হাসি হেসে কখনো কেউ আমাকে বলল - ভুলে যেও না ৪ বৃষ্টিকে মায়ের নাম দাও ও কি নয় ক্রন্দসী জননী? অপমানে অশ্রুসিক্ত নারী বুকে তার আগুন জ্বলে নি ৫ সে ঘরে নুন ভাত; স্বপ্ন দিয়ে ভরছেনা থালা পাকস্থলি পোষ মানে না বোকা বেড়ালের মত শুধু খেতে চায় কঁকানো চিৎকারে; ঐ লম্বা একচালার বাসিন্দারা পথের ডাক্তারের সস্তা শিশি কিনে জ্বর তাড়ায়। আমারও সহমত, বৃহদান্ত্রের সহযোগী শান্ত হোক তারপর অন্য চাহিদা ভাবা যাবে --- ড্রাফট ১.০ [মন্তব্য থেকে] বুঝি না পৃথিবীর মন জগতের অন্য প্রান্তে আত্মীয় বন্ধন অজ্ঞাতি কেউ পরিচয়ে মুছে দেয় অতীতের কষ্ট ফিঙে দোয়েল দূরে চলে যায়; সচকিত এক হলুদ ফিঞ্চ উড়ে আসে ঝাউ গাছে - কি মায়ায় কি মায়ায়** আজ লক্ষ তারা হারায় দূর হতে দূরে আমার আত্নীয় বন্ধন কাছের জনে পাইনা আপন জগতের অন্য প্রান্তে আত্নীয় বন্ধন সচকিত মনে হিসেব মেলেনা তাও দূর হতে দূরে আমার আত্নীয় বন্ধন কি মায়ায়... [** সৈয়দা আমিনা ফারহিন ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।