অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি
সকালে ভারতীয় হাইকমিশনে গেলাম। লে. জেনারেল জেকবের সাক্ষাতকার নিতে। গিয়া দেখি রীতিমতো প্রেস কনফারেন্স। তারপরও মনটা ভালো। কারণ মনের মতো কিছু প্রশ্ন করছি, উত্তরও জানছি।
এর একটা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে কেনো থাকতে পারেন নাই। উত্তরের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে নজর রাখুন।
ফিরে এসে মন খারাপ। প্রথম আলোর প্রজন্ম ডট কমে জন্মযুদ্ধের উপর একটা রিভিউ ছাপা হইছে। সাইটের ঠিকানা ঠিক দিলেও পুরা লেখায় উল্লেখ করা হইছে জনযুদ্ধ নামে।
মন খারাপ কাটাইতেই মন ভালো করা একটা কাজ করলাম। রাজকন্যার অদ্ভুত একটা ছবি আবিষ্কার করছি। ছোটভাই আমিন তার জন্মের ঘণ্টা তিনেক পর এই অসাধারণ ছবিটা তুলছে। ছবিতে আমাদের রাজকন্যা চোখ মারতেছে, আর হাসতেছে। কিউট না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।