আমাদের কথা খুঁজে নিন

   

চটপটি ও আইসক্রিমের দোকানে সয়লাব সোহরাওয়ার্দী উদ্যান

বর্তমান সরকারের পুলিশ নাকি আগের চেয়ে ভালো। ভালোর নমুনা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেলো। টহল পুলিশ ও স্থানীয় মস্তান ছাত্র নেতাদের পকেট ভারী করে চটপটি ও আইসক্রিমের দোকানে সয়লাব হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেশির ভাগ দোকানই গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের দিক দিয়ে প্রবেশ করা সোহরাওয়ার্ধী উদ্যানের গেট গুলোতে। এগুলোর বেশির ভাগ বসে বিকালের দিকে।

রীতিমত মেলা আকারে গড়ে উঠেছে দোকান গুলো। হাল আমলের রোমিওরা এসব দোকানের কাস্টমার। মূলত এদের পূজি করেই ব্যবসা। সাধারণত কোনো অনুষ্ঠানকে ঘিরেই চটপটির অস্থায়ী দোকান গুলো গড়ে উঠত। জানি না এসব দেখার দায়িত্ব কার ? রাজধানীর এমন সুন্দর উদ্যান নষ্ট করে কারা ব্যবসা করছে।

এসব অস্থায়ী খাবার দোকান থেকে উৎপন্ন উচ্ছিষ্ট উদ্যানটিকে একটি আবর্জনার ভাগারে পরিণত করছে। রমনা কালী বাড়ি থেকে টিএসসির ফটক পর্যন্ত কয়েকশ ভাসমান চটপটির দোকান ও আবর্জনা গোটা পরিবেশকে দূষিত করে চলছে। জানিনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তথাকথিত পরিবেশবাদী আন্দোলনকারীরা এ ব্যাপারে নীরব কেনো ? হাউকোর্টের মনজিল মোরশেদ এ নিয়ে কেনো রীট করে না? শুনেছি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও জলবায়ু নিয়ে একটি বিভাগ আছে। তাদের শিক্ষকরা পরিবেশ নিয়ে ছাত্রদের কি শিক্ষা দিচ্ছেন। যাদের নাকে ডগায় এমন একটি সুন্দর উদ্যানকে নোংরা উদ্যানে পরিণত করছে দিনে দিনে।

রাজপথে ও টকশোতে জলবায়ু ও পরিবেশ নিয়ে বক্তৃতা দিয়ে যারা মাইক গরম করেন । যারা বুড়িগঙ্গার পরিবেশ নিয়ে মানব বন্ধন করেন। তাদের কি উচিত নয় সোহরাওর্য়াদী উদ্যান পরিষ্কার পরিছন্ন রাখার জন্য একবার মানব বন্ধন করা। স্বরাষ্ট্রমন্ত্রীর ভালো পুলিশকে বলবো। আপনাদের একটি সৎ ও সাহসী পদক্ষেপই পারে এসব দূর করতে।

আশা করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভালো পুলিশরা ভাসমান দোকান গুলো উচ্ছেদ করে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ পূর্বের অবস্থায় ফিরিয়ে নেবেন। সংবাদটি এই লিংকে প্রকাশিত হয়েছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.