আমাদের কথা খুঁজে নিন

   

চটপটি (অমিত) কিছু বলতে চায়

মেয়েদের চটপটি খাওয়াতে যাবেন না, অর্থ ও সময় উভয় নষ্ট

অনেকে জানেন এবং চিনেন আমাকে । আমি অমিত । রুবেল,অরন্য,মার্শাল,বোকাসোকা এর বন্ধু । গণস্বাক্ষর কার্যক্রমের মাধ্যমে ব্লগে আসা রুবেল-অরন্যের মাধ্যমে । রুবেল-অরন্য-মার্শাল আমার ভার্সিটির বন্ধু ।

২০০৫ থেকে ওদের সাথে আমার পরিচয় । ব্লগের যাদের সাথে পরিচয় হয়েছিল তা একমাত্র গণস্বাক্ষর কার্যক্রমের মাধ্যমে । কৌশিক ভাইয়ের সাথে গণস্বাক্ষর কার্যক্রম থেকে পরিচয় হয় । এর বেশি কিছু না । স্রেফ এক বড় ভাই তিনি ।

রুবেল-অরন্য-মার্শাল-বোকাসোকা শুধু আমার বন্ধু না । আমি সিলেট গিয়ে রুবেলের বাসায় সপ্তাহের উপর থেকেছি । আর ওর ঢাকার বাসায় তো আমার ২য় বাড়ি । এরকম বন্ধুত্ব আমাদের । শুধু তাই নয়, আমাদের পরস্পরের পরিবারগুলোর সাথে আমাদের উঞ্চ সম্পর্ক ।

তাই আমার কাছে কৌশিক কোন ফ্যাক্টর না । আমার কাছে বড় আমার বন্ধুগুলো । আমার এই নিক থেকে আমি যে কমেন্ট করেছি তা আমি আর মার্শাল মিলে করেছি মার্শালের বাসায় এবং তা পুরোপুরি সত্য ঘটনা । যা আমি আর মার্শাল সেদিন দেখেছি । আমার এই নিক হ্যাক হয়নি কিংবা অন্য কেউ ব্যবহার করেনি ।

কয়েকদিন আগে কৌশিক ভাইয়ের সাথে দেখা করলাম । অনেক কিছু জানলাম । কৌশিক ভাইয়ের মাধ্যমে এই নিকটা সেইফ করালাম । কৌশিক ভাইয়ের অনেক ক্ষমতা । উনি কোন মডু না ।

কিন্তু উনি অথরিটিকে ফোন করলে অথরিটি উনার কথা রাখেন । তার প্রমাণ আমি । আমার বন্ধু রুবেল পুরোপুরি ব্যান । মার্শাল আর বোকাসোকাও ব্যান । এই পোষ্টের পর আমিও ব্যান খেতে পারি ।

আমার জীবনের দেখা সেরা ভোদাই কৌশিক ভাই । কৌশিক ভাইরে রুবেলদের বিরুদ্ধে উল্ঠা-পাল্ঠা বলে উনার সাথে মিশলাম । আর উনার ক্ষমতা প্রমাণ করলাম । আর উনার অনেক কথা মোবাইল এর রেকর্ডার দিয়ে রেকর্ড করলাম । কিন্তু কিছুই বুঝলেন না ।

আমরা পূর্ব পরিকল্পনা করে প্রমাণ করতে সচেষ্ঠ হয়েছি । অন্য অনেক কথা পরে বলবো যদি ব্যান না খাই । অডিও ক্লিপস একটা শেয়ার করতে চাই । কিন্তু কিভাবে করবো বুঝতে পারছি না ? রুবেল যেভাবে আমাদের বন্ধু মার্শালের অন্যায় ব্যান নিয়ে প্রতিবাদ করেছে তা চিন্তার বাহিরে । একেই বলে বন্ধুত্ব ।

আর আমি সেই বন্ধুর সাথে বেইমানি করতে পারিনা । কৌশিক ভাইকে বলেছিলাম, আমার কিছু হলে আপনি কি সাহায্য করবেন ? উনি কেবল ব্লগেই সাহায্য করতে পারবেন । বাস্তবে পারবেন না । হায়রে আমার ভার্চুয়াল নেতা ! আবারও বলছি, আমি অমিত এই পোষ্টটা এখন রুবেল-মার্শালের সাথে বসে লিখছি । কারণ তারাই আমার প্রকৃত বন্ধু ।

কৌশিক ভাই হলেন স্বার্থবাদী এবং ভন্ড । উনার ক্ষমতা কেবল ব্লগ পর্যন্তই । মার্শালের ফাস্টফুডের ভয়ে জুন থেকে নতুন বাসায় উঠতেছেন । আরেকটা কথা গণস্বাক্ষর রুবেল কিংবা কৌশিক কিংবা অন্য কোন ব্লগারের নিজস্ব সম্পত্তি না । একজন রুবেল একজন কৌশিক না থাকলেও গণস্বাক্ষর চলবে ।

আমাদের ব্যক্তিগত বিষয়টাকে দয়া করে কেউ গণস্বাক্ষরের সাথে মিলাবেন না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.