সুইজারল্যান্ডের তৈরি সৌরচালিত বিমানটি সফলভাবে মরক্কোর রাজধানী রাবাত থেকে উড্ডয়ন করে দেশটির মরুভূমি অধ্যুষিত এলাকা ওয়ারজাজাতে অবতরণ করেছে।
বিমানটি গত বৃহস্পতিবার রাবাত থেকে উড্ডয়ন করে। বিশাল মরুভূমি এলাকা পাড়ি দিয়ে গতকাল শুক্রবার ভোরে এটি ওয়ারজাজাতে অবতরণে সক্ষম হয়। এই পথ অতিক্রমের মাধ্যমে আরও একবার বিমানটি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সফল দৃষ্টান্ত তুলে ধরল।
মরক্কোর রাজধানী থেকে ওয়ারজাজাতের দূরত্ব ৫৫০ কিলোমিটার।
ওই পথ অতিক্রম করতে বিমানটির লেগেছে সাড়ে ১৭ ঘণ্টার কিছু বেশি সময়।
এর আগে গত সপ্তাহে বিশাল আকৃতির সৌরচালিত এই বিমান একই দূরত্ব অতিক্রমের চেষ্টা করে ব্যর্থ হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে।
পাইলট এন্ড্রু বোরচবার্গ বিমানটি অবতরণের আগে ককপিট থেকে স্যাটেলাইট টেলিফোনের মাধ্যমে বলেন, ‘আরও একবার, এটি ছিল চমকপ্রদ উড্ডয়ন। আবহাওয়া চমৎকার। আমি নিরাপদেই অবতরণের ব্যাপারে আশাবাদী।
’
সুত্র : প্রথম আলো
http://www.bdagromarket.com/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।