আমাদের কথা খুঁজে নিন

   

একজন শ্রমকরিে ৩০ দনরিে জীবনরে মূল্য ২৫০০!

অসুন্দর মানুষের ভাষা হতে পারে না..

একজন শ্রমিক মাস শেষে ২৫০০/- বেতন পাবে। এখন আসুন একজন শ্রমিক যদি একজন মানুষ বলে বিবেচিত হয়ে থাকে তাহলে একজন মানুষের নেহাত সাধারণ জীবন যাপন করার অধিকার নিশ্চয়ই তার রয়েছে। আর এ অধিকারের সাথে কতগুলো বিষয় জড়িত থাকে। যেমন - ১। ঘরভাড়া ২।

সকালের নাস্তা ৩। দুপুরের খাবার ৪। রাতের খাবার ৫। যাতায়াত খরচ ৬। পরিধানের বস্ত্র ৭।

সাবান,তেল, ইত্যাদি ৮। ৗষধ পথ্য ৯। পরিবার পরিজনের ভরণপোষন ১০। বিনোদন ১১। অপ্রয়োজনী খরচ ১২।

এবং অন্যান্য মাত্র ২৫০০/- টাকায় কি করে উল্লেখিত বিষয়গুলো সমাধান সম্ভব? যারা উক্ত বেতন নির্ধারণ করেছেন তাদের অনেকের দৈনিক ফালতু খরচের একটা অংশ মাত্র এই ২৫০০/- টাকা। কবি নজরুল লিখেছেন- বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল? গতকাল টেলিভিশন চ্যানেলে টক শোতে এই বিশেষজ্ঞদের আলোচনা শুনলাম ও দেখলাম। তারা নিজেরাই অন এয়ারে বসে ঝগড়া করে, পক্ষে বিপক্ষে কথা বলে। তাদের কথা না কেউ শোনে না কেউ মানে অথবা তারা নিজেরাই তা বিশ্বাস করে কি-না সন্দেহ। তাদের এই টক-শো নামের টোকাটুকিতে কারো লাভ হয় না।

তারা যদি অই রাজপথে নামা শ্রমিকের সাথে একাত্মা হয়ে রাজপথে নেমে কথা বলত হয়তো একটু হলেও ফল হত। কবি নজরুল আরো লিখেছেন- আসিতেছে শুভ দিন শুধিতে হইবে ঋণ দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা। - না কবি শুভদিন হয়তো আর আসবেনা, হিসেবও নেয়া হবে না, হলে অনেক আগেই হত। এই দেশ স্বাধীন হয়েছে, ৩৯ বছর পেরিয়ে গেছে। আর কবে??? হবে না, হবে না, হবে না, কেননা সবকিছু আজ নষ্টের দখলে! তাই নিজের ভাষায় বলি- "আমাদের কোন দায় নেই, দায়বদ্ধতাও নেই, নাকি ছিল কোন কালে? আমরা বেঁচেছি কেবলি আমাদের কথা ভেবে।

আমাদের হাড়ে, আমাদের বোধে, কখনো জাগেনি প্রেম, অপ্রেমের শুধু করে গেছি চাষ। নিষ্ফল তাই সব আয়োজন, স্বাধীনতা প্রেম, স্বপ্ন-সাধনা, একুশের গান। আমরা পঁচেছি পচনের গান শুনে। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.