ছন্দহীন জীবন বড়ই নীরস যাত্রাবাড়ি যাত্রাবাড়ি যানের-জনের মাত্রা ভারি দিন দুটো আর রাত দুটো নেই যাত্রাবাড়ির এই উঠোনেই হচ্ছে জড়ো মানুষ এবং হচ্ছে জড়ো গাড়ির সারি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ওপর থেকে পাখি দ্যাখে মানুষগুলোর কালো মাথা তাই দেখে সে ভাবে বুঝি পিঁপড়ে চলে লাইনে গাঁথা যাত্রা এসে যাত্রাবাড়ি কারো শুরু কারো বা শেষ অন্যরা এই মোড়ে এসে ট্রাফিক জ্যামে থামবে বিশেষ কোন বাড়িটা ‘যাত্রাবাড়ি’? ওফিশ থানা দোকান বাড়ি অনেককিছুর আড়ৎদারি সব মিলিয়ে যাত্রাবাড়ি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।