জানতে চাই_জানতে চাই এবং জানতে চাই
মাননীয় প্রধানমন্ত্রী আপনি ‘ভিআইপি’ আর আমরা শুধু ‘পি’। আমাদের জন্যই আমরা আপনার সামনে ‘ভিআই’ লাগিয়েছি! কিন্তু আপনি প্রতিনিয়ত ‘পি’দের ধর্ষণ করে যাচ্ছেন! যে রক্তক্ষরণ রোধের কোনো ব্যবস্থা হয়তো নিলেন, ওদিকে আপনার ‘আইপি’রা উপুর্যপুরি..
এত এত জ্বালা না বলে একটু রাস্তার জ্বালার কথাই বলি। এক কিলোমিটার রিকসা ভাড়া পঁচিশ টাকা। রিকসায় ওঠার সামর্থ নেই। গণপরিবহনে ওঠার চেষ্টা করি! একসময় উঠিও, তার পর.. আসুন না একদিন আমাদের সঙ্গে আপনিও গণপরিবহনে! তার পরেরটুকু আর বোঝাতে হবে না।
গত শুক্রবার আপনি যেভাবে রাস্তা বন্ধ করে যাতায়াত করলেন তা এই দেশে এখন আর মানায় না। দেড় থেকে দুই ঘণ্টা রাস্তা বন্ধ রাখা হলো, ফুটওভার ব্রিজগুলো বন্ধ করে দেওয়া হলো। আমাদের কাঁধে কি পাখা আছে নাকি? থাক সাধারণ মানুষ তোর এমনটা হওয়া উচিৎ।
আমরা তো প্রতিদিনই এভাবে চলাচল করি আপনাকে একদিনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি.. কোনো এক রবিবার সকাল বেলা মিরপুর থেকে মতিঝিল হয়ে যাত্রাবাড়ি গিয়ে দুপুরে পেট পুরে খেয়ে দেয়ে বিকেলে যাত্রাবাড়ি থেকে সাইন্সল্যাব হয়ে আবার মিরপুরে ফিরবো। তবে অবশ্যই ৭ নম্বর আর ৮ নম্বর বাসে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।