আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস


যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসে দুর্নিতি এবং ঘুসের অত্যাচারে মানুষ অতিষ্ঠি। যেন কেউ দেখার নেই। আমি গত ২৯/১০/২০১৩ অনলাইনে পার্সপোটের জন্য এ্যাপ্লিকেশন করি আমার দুই বন্ধুর জন্য। নিয়ম হচ্ছে অনলাইনে এ্যাপ্লিকেশন করার পর ১৫ দিনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসেতে হবে। সেই মোতাবেক আমার বন্ধুরা গত ৪/১১/২০১৩ যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসে যায়।

কিন্তু বিধিবাম অনলাইন কাউন্টারে যখন তারা উপস্থিত তখন চেকার বলে আপনার এ্যাপ্লিকেন যথাযথ হয়নি এবং আপনার এটাষ্টেট করাও ঠিক হয়নি। আমার বন্ধুরা তো হতবাক লোকটি বলে কি? তারপর বন্ধুরা ত বুঝার বাকি নেই, এ তো ঝামেলা করবে। তারপর তার হাতে ৭০০+৭০০=১৪০০ (চৌদ্দশ টাকা) যখন হাতে ধরিয়ে দিল তখন ভুল এ্যপ্লিকেশনগুলো যেন আলাউদ্দিনের চেরাগের মত ঠিক হয়ে গেল। এভাবে প্রত্যেকটি লোককে তারা হয়রানি করছে। কিন্তু দেখার কেউ নেই।

হায়রে ডিজিটাল বাংলাদেশ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।