এতকিছু ... ওই সিনেমার জন্যই... এই ব্লগারের নাম নিলিমা আকতার, এই তার ব্লগ। তার ব্লগের প্রথম তিনটা লেখাই চুরির লেখা। সুন্দরমত নিজের নামে চালিয়ে দিলেন। কিছু ব্লগার আবার পড়ে প্রশংসাও করে গেলেন। এসব চোরাই লেখকদের সামু থেকে নিষিদ্ধ করা হোক।
যারা আজকে কালের কন্ঠ শিলালিপি পড়েছেন তারা বুঝতে পারবেন। এই লেখা তিনটিই আজকে শিলালিপিতে ছাপা হওয়া লেখা। ইমতিয়ার শামীম ভাইয়ের লেখা "বড় দেরিতে বুঝতে পারা কাগজের নৌকো", আহমাদ মোস্তফা কামাল ভাইয়ের লেখা "বৃষ্টি, বর্ষা, বাড়ি ফেরা অথবা অশ্রুপাত", আর রায়েহাত শুভর "বর্ষানগর" যা শিরোনাম ও লেখা অবিকৃত রেখে হুবহু মেরে দিলেন এই নিলিমা। হাহ... শেম!!!
শিলালিপি । ।
২২ জুন ২০১২, ৮ আষাঢ় ১৪১৯, ১ শাবান ১৪৩৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।