প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। প্লানমাফিক চৌর্যবৃত্তি সম্পন্ন হয়েছিল এবং কোনো ধরনের বিপত্তি ছাড়াই পালাতে পেরেছিল। কিন' ভাগ্য খারাপ থাকলে যা হয়, তা-ই হলো। দুই চোরের একজনের পকেটে থাকা ফোনে ঘটনাক্রমে ৯১১ নম্বরে রিং হলে পুলিশ সবকিছু বুঝে নেয় এবং তাদের আটক করে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেডিসনে। জ্যাসন হ্যামিলেক (২৯) ও ব্রায়ান জনসন (২৮) একটি দোকানের মালামাল চুরি করে তাদের গাড়িতে করে পালাতে থাকে। প্রায় ৫৪ মিনিট পরে তাদের একজনের ফোনে ৯১১ নম্বরে রিং হলেও তারা টের পায়নি। এই ফাঁকে পুলিশ তাদের চুরিসংক্রান্ত কথোপকথন শুনে ফেলে। পরিণতিতে বমাল গ্রেফতার হয় তারা।
সূত্র : ইউপিআই And http://dailynayadiganta.com/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।