কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে নিয়মিত টহলের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর আহম্মদ (৩৫), রুবেল আহম্মদ (২০), শেখ বাহার (২৫), মো. বাদশা (২৪), মো. হাসান (২১) ও মো. রফিক হাওলাদার।
তাদের কাছ থেকে পোশাক, জ্বালানি তেল, দুধ, কফি, মাংসসহ বিভিন্ন ধরনের মালামাল এবং ইঞ্জিনচালিত বোট উদ্ধার করা হয় বলে মামুন জানান।
কোস্ট গার্ডের ধারণা, বিভিন্ন বিদেশি জাহাজ থেকে এসব মালামাল চুরি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।