গান শুনেত ভালবাসি। বিসমিল্লাহির রাহমানীর রাহীম
সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আপনারা যারা আরব আমিরাতে আছেন তাদের জন্য এই টিউন।
এখন আপনি আরব আমিরাতে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
যা যা লাগবে,
একটি এনড্রয়েড ফোন এবং একটি ডু কোম্পানীর সিম কাড (সিম এ কোন ব্যালেস্স রাখবেন না, রাখলে কেটে নিবে)।
প্রথমে এই সফট্ওয়্যার টি DroidVPN থেকে ডাউনলোড করে নিন।
সফট্ওয়্যার টি আপনার মোবাইল এ ইনস্টল করে নিন।
তারপর http://droidvpn.com/signup.php ঠিকানায় গিয়ে আপনার ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করুন।
সাইন আপ করার পর আপনাকে droidvpn.com থেকে একটা মেইল পাঠাবে।
ঐ মেইল এ আপনি একটা পাসওয়াড পাবেন।
এখন আপনার মোবাইল এ ইনস্টল করা droidvpn সফটওয়্যার টা ওপেন করুন।
এখন সফটওয়ার এর অপশন থেকে account login details এ গিয়ে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়াড দিন । দিয়ে save my login details ক্লিক করে বের হয়ে আসুন। মেইন স্কিন এ সুইচ আকার একটা লগো আছে ওটাতে ক্লিক করুন।
দেখবেন কানেক্ট হয়ে গেছে। ব্যাস উপভোগ করুন ফ্রি ইন্টারনেট। আর হ্যা এক আইডি দিয়ে আপনি প্রতিদিন ১০০ মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর একাধিক আইডি দিয়ে আপনি আপনার ইচ্ছামত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভাল থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।