আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু দিবসে স্মরণ.....(.একটি রিপোস্ট) বার বার আসি আমরা দু'জন,বার বার ফিরে যাই....আবার আসব আবার বলব শুধু তোমাকে চাই...

আজ বন্ধু দিবস,কাকতলীয় ভাবে আমার জন্মদিনও। ফেসবুক খুলেই দেখলাম একটা শুভেচ্ছা বার্তা। সেটা আর কারও নয়,যাকে বেশী ভালবাসতাম,ভালবাসি,ভালবাসব আজীবন তার। যদিও সে এখন অনেক অনেক দূরে আমার থেকে। কেন জানি মাঝে একদিন মন খারাপ থেকে তাকে নিয়ে হঠাৎ কিছু লিখে ফেলেছিলাম।

আজ সেই লেখাটি রিপোস্ট করলাম তার জন্য। শ্রাবণ ঝরে চলেছে অঝোর ধারা্য়..মেঘ কি কখনো মানুষের মন পড়তে পারে? দেখতে পারে কারো মনের বরষা,যেটা শুধু আষাঢ়-শ্রাবণ নয় অনবরত অঝোর ধারায় ঝরতে থাকে বারটি মাস। যে আকাশ ভরে থাকত সাত রংয়ের রঙে,সেখানে যে এখন কালো মেঘের আনাগোনা,কান্না ঝরে যখন তখন ,আকাশ কিভাবে বোঝে সেটা? কোন এক সোনালী দিনে পরিচয়। ইস আবারো মনে আসলো সোনালি নামটা। খুব প্রিয়,সবথেকে ভালবাসার নামটা।

ভা--ল--বা--সা। কি অদ্ভুত বিষয়। ভালবাসায় ডুবে ছিলাম কত গুলি দিন,কতগুলি মাস,কতগুলি বছর। মনে আছে তোমার সোনালী ?১১বছর ৭মাস । খুব অল্প তাইনা? আমার কাছে কিন্তু মনে হয় খুব অল্প দিন ছিলাম তোমার পাশে।

তুমি তখন কোন ক্লাশে পড় মনে করতে পার?৭ম শ্রেণী আর আমি কেবল নাইনের পাখনা মেলা শুরু করেছিলাম। কত দিন কত ঘন্টা পিটিআই মোড়ে তোমার অপেক্ষা্য দাড়িয়েছি হিসাব আছে?তারপর মিয়া পাড়া হয়ে তোমার বাড়ীর মোড়ের সামনে পর্যন্ত একসাথে হেটে যাওয়া। আবার বিকালে তোমার বাড়ীর সামনে শুধু একবার তোমাকে দেখার আশায়। '৯৫ এ চলে এলাম ঢাকায়। কলেজে ভর্তি হতে।

আচছা বলতে পারো আমি কত ঘন্টা জার্নি করেছি ঢাকা-খুলনা,বলতে পার?৪৮ ঘন্টা হয়নি ঢাকা ফিরেছি,আবার খুলনা যেটে হয়েছে এক ডাকে। এমন কত বছর গেছে?যতদিন তুমি ঢাকা না শিফট হয়েছ ততদিন কি আকুলতা তোমাকে প্রতিদিন দেখার...ঢাকা আসলে তুমি। রুটিন করে নিয়েছিলে ২দন পরপর আমার বাসায় আসার। ছাদে বৃষ্টিতে ভিজতাম মনের আনন্দে,আর তোমার রান্না করা খিচুড়ী আর ইলিশ ..ইস !!!খুব ফিরতে ইচছা হয় সেদিন গুলিতে। খুব জেদ ছিল তোমার,আমারও কম ছিলনা।

এখন মনে হয় তোমার কথা মত এমবিএ টা শেষ করে দেশের বাইরে চলে গেলে ভাল হত। তোমাকে হারাতে হত না। তুমি কি জানো এমবিএ টা শেষ করেছি,সার্টিফিকেট টা এখনো তোলা হয়নি। কি হবে সার্টিফিকেট নিয়ে ?এমবিএ টা তো তুমিই জোর করে রাজি করিয়েছিলে ভর্তি হতে। তমিও চলে গেলে ফাইনাল সেমিস্টার পরীক্ষা শেষে,সাথে নিয়ে গেলে সারা জীবনের অপূর্ণ সপ্নটা।

আচছা,তুমি কি কখনো তোমার আমেরিকা প্রবাসী স্বামীকে নিয়ে বৃষ্টিতে ভিজেছ?বৃস্টি শেষে ইলিশখিচুড়ী রান্না করে খাইয়েছ?সে কি আমার মত ইলিশ অপছন্দ করে?কিন্তজোর করে ইলিশ খাইয়ে ছাড়? কখনো বৃস্টিতে ভিজতে যেয়ে কি একবারো মনে হয়নি যে তুমি ভিজতেছ আমার কান্নার ফোটায় ফোটায়... হয়ত তোমার সাথে সারা জীবন একসাথে পথ চলা হল না ,যদি অন্য কোন জীবনে আবার আসি দেখ আমি নিপাট ভদ্র ছেলে হয়ে তোমার সব কথা শুনব,কখনও হারাতে দিবনা তোমায়। ভাল থেক...অনেক ভাল।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.