মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু অসাধারণ ছোট গল্প আছে। সুযোগ পেলে পড়ে নিবেন।
এই মাত্র পড়লাম হাসান আজিজুল হকের বক্তব্য । পারসিনালি আমি উনার ছোট গল্প খুব পছন্দ করি। উনার সমসাময়িক একজনের কাছে শুনেছিলাম হাসান আজিজুল হক যখন বাসা বদলায় তখন সাথে নাকি দুট্রাক বই যায়।
এই হচ্ছেন হাসান আজিজুল হক। এই রকম একটা মানুষকে হুমকি দিচ্ছে মর্ূখ অপোগন্ডের দল। তাও এমন একটা বক্তব্য নিয়ে যেটা কোনভাবেই খুব অ্যাটাকিং কিছু না।
কিন্তু জামায়াত শিবির এর খারাপ লাগার কারণ আছে। কওমী মাদ্্রাসাকে সদ্য সরকারী স্বীকৃতি দেওয়ার পর এহেন মন্তব্য আঁতে ঘা লাগারই কথা।
খুব ধীরে ধীরে এরা আমাদের ব-দ্্বীপ কে ইসলামী প্রজাতন্ত্র নামে একটা আফগানিস্তান বানাতে চায়।
আমাদের সম্মানিত জামায়াতে ইসলামী ব্লগাররা এখন আছেন সেডিমেন্ট এর তলায় মাগুর মাছের মত হাইবারনেশনে। উদ্যত ছোরা নিয়ে হাসান আজিজুল হকের সত্ত্বা টুকরো টুকরো করবার জন্য বেরিয়ে আসবে মওদুদী তরিকায়।
এদের দেখলে মনে হয় ছোট শিশু রাজাকার ছোরা হাতে কেটে বেড়াচ্ছে ব্লগের পাতা। (হুমায়ুন আজাদের সাক্ষাৎকার , বলেছিলের ঢা. বি বাংলার আজফার হোসেন কে )
আগস্ট মাস
হুমায়ুন আজাদের চোয়ালে
জিঘাংসার খঞ্জর, রক্তের বান ডাকে
রাঢিখালের বালক তুমি চেয়েছিলে
খালি পায়ে দর্ূবা ঘাসের মাঝে
এঁকে যাবে নতুন কবিতা
নতুন ছন্দে ছুঁড়ে দেবে মাঝপুকুরে জাল
শতাব্দী প্রাচীন বাংলার কোলে
কি এক নব উল্লাস রুপে এসেছিলে কবি
আজো তোমার রক্তের দাগ ফুটপাথে
কবিতার বইয়ে ,
না শুকানো চিটচিটে রক্তের মাঝে , পিছলা খায় গোলামের দল
আবার চায় রক্ত, শব্দশকুনের দল ।
পাক সার, পাক সার, .....
ঢাকা-সিলেট-রাজশাহী হয়ে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে তোমার রক্তবাহী ট্রেনটা ।
এবার লাশের স্তুপে রচনা হবে নতুন বাংলা ব্যাকরণ। নতুন হরফে আমরা আবার লিখব অলৌকিক ইস্টিমার। বাম দিকে শুরু হবে নতুন বাংলার কবিতা, ডান দিকে থাকবে তোমার থেঁতলে যাওয়া ভোঁতা চোয়াল। ব্যঙ্গ করবে সালাম, রফিকের বাংলাকে।
একজন হুমায়ুন জীবন দিয়ে এই দেশকে ভালবেসেছিলেন। একজন হুমায়ুন রাঢিখালের প্রেমে প্রাণ দিয়ে গেছেন। আবার আরেকটা 14ই ডিসেম্বরের ধ্বনি তিনি শুনতে পেয়েছিলেন ।
সেই দামামা এবার স্পষ্ট শুনতে পাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।