যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
উনারা হরতাল দিতেছেন,খুব ভালো;দেশ নিয়ে চিন্তায় ঘুম আসেনা উনাদের,নির্ঘুম রাত কাটাইয়া ভাংচুর না করিলে মন ভাল হয়না।
আবার তেনারা রেডি করিতেছেন পেটুয়া পুলিশ বাহিনী,পেটাইবেন কাইলকে।
দুই পক্ষই হরতাল বিরোধী আবার তেনারা-উনারা সময়ে সময়ে হরতালের ডাক দেন,বেশ মজা লাগে! তাহাদের এহেন হরতাল নিয়া টানাটানিতে আমরা আমজনতা তালগোল পাকাইয়া ফেলিতেছি গত ২০ বছর ধরে।
আমাদের আসলে কোথায় গেলে মুক্তি মেলিবে উপরওয়ালা যদি একটু ইশারা দিতেন,ভালো হয়তো!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।