আমাদের কথা খুঁজে নিন

   

অবুঝ বালিকার প্রশ্ন?

YWC স্কুলের ক্লাশ ওয়ানে পড়া এক মেয়ের প্রশ্ন তার মায়ের কাছে। বাচ্চা মেয়েটি: আচ্ছা মামাই আমি কাঠপেন্সিল দিয়ে লিখি ক্যান?আপুতো কলম দিয়ে লিখে। মা : ছোটরা কলম দিয়ে লিখে না কাঠপেন্সিল দিয়েই লিখে। বাচ্চা মেয়েটি: কেন লিখে? সে কেনোর সঠিক কোন জবাব গুলো তার মা দিতে পারি নি। কথা গুলো শুনছিলাম ঐদিন তাজমহল রোডের এক দোকানে দাড়িয়ে।

আজ কেন জানি ঐ পিচ্চির কথা গুলো বার বার আমাকে প্রশ্ন করে যাচ্ছে। তার ঐ প্রশ্ন টা আমার কাছে এক অন্য রকম ব্যাখা আছে। বলছি শুনুন আমরা আমাদের জীবনের বিভিন্ন সময় টা কাঠপেন্সিল আর কলমের সাথ অনেকটাই মিলে যায়। যদি শৈশব কাল টাকে কাঠপেন্সিল আর যৌবনটাকে কলম হিসেবে ধরি তাহলে তা খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। শিশুকালটা বাচ্চাদের শিখার সময়।

ভুল করে করে এসময় টা তারা সব কিছু শিখে। এ সময়টার ভুল গুলোকে ভুল হিসেবে ধরা হয় না বরং ভুল থেকে আবার নতুন করে শিখার সুযোগ থাকে। আল্লাহ ও এই সময়ের ভুলকে মাফ করে দেন। ঠিক তেমনি কাঠপেন্সিল দিয়ে আমরা আমাদের শৈশবের লেখা গুলো লিখি এবং ভুল করলে কিছু সুযোগ পায় আবার শুরু করার। কিন্তু যৌবনের এই সুযোগ একদম নেই।

যেন কলমের কালি। একবার লিখবেন তো চিরস্হায়ী দাগ বয়ে যাবে কাগজের পাতায়। কি কিছু বলবেন? D+ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।