অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন। বৈশাখের প্রথম সকালে পান্তা ইলিশ না খেলে অনেকের বাঙ্গালীয়ানা পূর্ণতা পায় না। কারণ এটা নাকি আমাদের ঐতিহ্য!!!
তাদের বলি পান্তা ইলিশে ঐতিহ্য নই ঐতিহ্য আমাদের হৃদয়ে। ।
অথচ বছরের বাকি সময়গুলো এরাই আধুনিকতায় এতই ব্যস্ত যে যখন কেউ বাঙালি ভাব ধরার চেষ্টায় থাকে তখন এরাই তাদের ক্ষেত কিংবা আনস্মার্ট উপাধি দিতে কার্পণ্য করিনা।
। আর তারাই কিন্তু বাংলা ১২ মাসের নাম থিকভাবে বলতে পারে না। সবচেয়ে বেশী চোখে লাগার মত ব্যাপার হল যেসব ললনা আজ সাড়ি এবং পুরোপুরি বাঙ্গালি ললনা হওয়ার চেষ্টায় লিপ্ত তাদের বেশিরভাগ কিন্তু বছরের বাকি সময়গুলো ওয়েস্টার্ন সংস্কৃতির সাথে সবচেয়ে বেশী লিপ্ত থাকে। ঐ সময় তাদের বিরুদ্ধে কিছু বললে তারা বলবে তোমরা ব্যাকডেটেড। ।
আর যখন আজ কিছু বলব তখন তারা বলে আমরা আসল বাঙ্গালি তোমরা বাঙ্গালি সংস্কৃতি ধ্বংস করছ। । আরও হাস্যকর ব্যাপার হল তারা রাত ১২ টার পর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানায়!!!
গুলশান,বারিধারায় নববর্ষের আয়োজন দেখলে টাসকি খাওয়ার মত অথচ তাদের ওখানে লুঙ্গি পড়ে রিকশা চালানো নিষিদ্ধ!!!
আসুন শুধুমাত্র একদিনের জন্যে পোশাকে বাঙ্গালি না হয়ে বরং বছরের বাকি দিনগুলোতে আমাদের কথাবার্তা,পোশাক ও চাল-চলনে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাঙ্গালিয়ানা ফুটিয়ে তুলি। তাহলে হয়ত আমরা ফিরে পাব আমাদের সেই চিরচেনা খুন,রাহাজানি,ধর্ষণমুক্ত সুন্দর বাংলাদেশ। ।
।
সকলকে বাংলা ১৪২০ সনের শুভেচ্ছা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।