আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসের পথে... (২) জাপানের ঐতিহ্য...

পিছনের পায়ের ছাপের রেখাটা র্দীঘ আর অস্পষ্ট হয়ে আসছে... ক্রমশঃ...

আগামী ৯ই আগস্ট... ৬৪ বছর আগে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার আনবিক বোমা বিস্ফোরণের দিন। পর পর দুইবার আনবিক বোমার আঘাতে মুখ থুবড়ে পরার পর আবারো বিশ্বের বুকে নিজ আভায় জ্বলে উঠা জাপানের ঐতিহ্য আজ আপনাদের সাথে শেয়ার করবো। গত প্রবাসের পথে... (২) ওসাকার ওলিগলি... নিয়ে দেয়া পোস্টে বলেছিলাম, জাপানীজরা তাদের ধ্বংসস্তুপ থেকে উঠে দাড়াঁনোর সময় শুধুমাত্র আধুনিকতাকেই প্রাধান্য দেয়নি বরং একই সঙ্গে লালন করে চলেছে আপন ঐতিহ্য। তাইতো বিশাল বিশাল অট্টালিকার পাশাপাশি চোখে পরে ঐতিহ্যবাহী জাপানীজ বাড়ী। আজ জাপানের সেই ঐতিহ্যের কিছু অংশ ছবির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে... ট্রাডিশনাল জাপানীজ বাড়ীগুলো সাধারণত দোচালা হয়। টালি লাগানো বাড়ীগুলোর উচ্চতা প্রায় দোতলা বাড়ীর সমান... ভিতরটা অবিকল নিচের ছবিটার মতো... জাপানীজ খাবার খাওয়ার জন্য সাধারণত চপস্টিক (জাপানীজ-এ বলে হাসি) ব্যবহার করে... জাপানীজদের ভাষায় মূলতঃ ৩ ধরণের বর্ণ ব্যবহার করা হয়- হিরাগানা, কাতাকানা ও কান্জি। সবচেয়ে কঠিন হচ্ছে কান্জি। কান্জিতে ১ থেকে ১০ পর্যন্ত এভাবে লেখা হয়... জাপানীজ ইয়েন-এর ছবি... (যার পিছনে আমরা সবাই... বুঝে নিয়েন) দোকানের বাহিরে ঝুলতে থাকে সারিসারি কাগজের বাতি... বুনরাকু পাপেট - জাপানের বিখ্যাত পাপেট... ট্রাডিশনাল জাপানীজ কাঠের পুতুল (আপন স্বকীয়তায় উজ্জ্বল)... অরিগমি - কাগজ ভাঁজ করে বিভিন্ন সেপ তৈরীর এই কৌশল আজো সারা বিশ্বের বিস্ময়... জাপানে মূলতঃ দুইটি ধর্ম আছে - সিনটো এবং বৌদ্ধ। নিচের ছবিটা একটা সিনটো টেম্পলের... ইকেবানা - সারা পৃথিবীতে স্থান করে নেয়া ফুল সাজানোর কৌশল (এই কৌশলের মূল বিষয়টা হচ্ছে ত্রিভুজ অর্থাৎ সাজানোর পর অবশ্যই তিনটি কোণা থাকবে)... বনসাঁই - এটা সম্পর্কে নিশ্চই আর নতুন করে কিছু বলার নাই... গরম বালিতে গোসল জাপানীজদের অন্যতম ঐতিহ্য... পাহাড়ের ঢালে ধানচাষ... সবাইকে অনেক অনেক ধন্যবাদ... যা মাতা নে...(বাংলায় - পরে আবার দেখা হবে...) ভালো থাকবেন সবাই... আগের পোস্ট... ১) প্রবাসের পথে... (১) ওসাকার অলিগলি..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।