আমাদের কথা খুঁজে নিন

   

রোহিঙ্গা নির্মূল করন

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা আবারও মিয়ানমার সরকারের প্রত্যক্ষ সহায়তায় এক সপ্তাহ ধরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সমুদ্র তীরবর্তি Kyauk Pyu শহরে রাখাইন সম্প্রদায় তথা বৌদ্ধরা রোহিঙ্গা বসবাস কারি এলাকার বসত বাড়িতে আগুন ধরিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এতে ৮০০শতেরও ওপরে রোহিঙ্গা মারা গেচেন বলে ধারনা করা হচ্ছে। সরকারিভাবে প্রথমে ১১২জন রোহিঙ্গার মৃত্যু স্বীকার করা হলেও পরে তা মাত্র ৬৭জন বলা হচ্ছে। সূত্র রোহিঙ্গা নিধন উপগ্রহ চিত্র দেখাচ্ছে শহরে সহিংসতার ঢেউয়ে বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে বা করা হয়েছে, প্রথমটি আগুন জ্বালানোর পূর্বে। নিচের দ্বিতীয়টি সমুদ্র তীরবর্তি গ্রামসমুহ জ্বালিয়ে দেবার পর। এই উপগ্রহ ছবিগুলোর কারনেই মিয়ামনারের সরকার প্রধান Thein Sein স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ঐ এলাকায় মুসলিম জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এটা হয়েছে সেই কিয়াক পু নামক এক উপকূলবর্তী শহরে, যেখানে বেশিরভাগ ধ্বংসের তীব্রতা দেখা যাচ্ছে, স্কেল ইমেজ রিলিজ অনুসরণ করে আপনি ও ধ্বংসযগ্যের বিভৎস রুপ অনুসরন করতে পারবেন। চোরাই একটি ভিডিও পাবেন নিচের ইউটিউবের ঠিকানায় https://www.youtube.com/watch?v=YCnj4QmPgTc . অথচ বৌদ্ধ ধর্মালম্বীরা সবসময় দেখে এসছি শান্তিপৃয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.