স্কুল পলাতক ছেলে...এখন ভার্সিটি পলাতক ছেলে হবার অপেক্ষায়... রোহিঙ্গাদের অবস্থা দেখে আর আমাদের অবস্থান দেখে রবীন্দ্রনাথের কবিতা টা মনে পরল......
"কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ,
ভাই বলে ডাক যদি,গলা দিব টিপে ।
হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা ।
কেরোসিন শিখা বলে এসো মোর দাদা । "
আরে কুত্তার দল ৭১ এ তো ঠিক ই ভারতের ... এ তেল মালিশ করছস আশ্রয় এর জন্য । এখন আরেকদল মানুষ বিপদে পরসে তাগরে সাহায্য কর ।
নিজের বেলায় ঠিক ই বুঝস অন্যের বেলায় বুঝস না কেন ? আর কতদিন কুত্তা থাকবি ? মানুষ হ । :/
অন্য দেশের মানুষ হইলে তো ঠিক ই জায়গা দিতি আবার বাপ কইয়া ফাল ও পারতি । তার মানে এই না যে আমি অন্য দেশের মানুষরে জায়গা দেয়ার বিরোধী । সবাইরে এক পাল্লায় মাপ্তে শিখ । মানুষরে মানুষ ভাবতে শিখ ।
:/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।