আমাদের কথা খুঁজে নিন

   

রোহিঙ্গা অন্তর্জাল

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility এরা বহিরাগত । এছাড়া আর কিছুই বলছি না । মুসলিম ইউনিটির যে মুখ বুলি ছড়ানো হচ্ছে । সেখানে সারা বিশ্বে মুসলিম ত্রানকর্তা !!! যাদের ধরা হয় তারা আরবরা নিজেরাই রাজতন্ত্রের মসনদে বসে আছে ! সেখানে আমাদের মানবতার উদার হয় আমাদের জীবন উদ্ধার করতে হবে ! যেখানে বাংলাদেশ নিজেরই পেট চালাতে অক্ষম । অনেকে তো অতি জোশে র্বামার শক্তিকে চ্যালেঞ্জ করে নাসাকার উপর নিজের দাপটের বুলি আউরাচ্ছেন ! তাদের বলি............ বাংলাদেশ সরকার কি আসলেই যুদ্ধে রপ্ত হবে নাসাকাদের সাথে ? উত্তর না ! রোহিঙ্গার হোলি দেখে মন আর কতদ্দূর কাপবে ! ফিলিস্তিন দেখেই শক্ত হয়ে গিয়েছে ।

রোহিঙ্গারা তো পিঠ দেখিয়ে ফিরত আসছে । সেখানে ফিলীস্তিন এর একটা বাচ্চাও ইসরাইলী সৈন্যের দিকে পাথর দিয়ে ঢিল দেয় প্রতিবাদ করতে সক্ষম !!! ৬% সংখ্যাটা নগন্য তা ঠিক । কিন্তু তাদের ২ টা উপায় আছে ১ হল মৃত্যু আরেকটা হল বাংলাদেশ । ৩য় উপায় যেটা শান্তিপূর্ণ সমাধান , সেটা সম্ভব না । বিহারী দেখে কি শিক্ষা হয় নাই ? মুসলিম মুসলিম বলে উলুধনি ছাড়াচ্ছে এক পার্টি আরেক পার্টি মানবতার বুলির পৃষ্টা উল্টাচ্ছে ।

আমি জিজ্ঞাসা করলাম মানবতা দিয়ে কি দেশ ও পেট চলবে ? ভবিষ্যতের চিন্তা কেউ কি করছে ? ৫-৬ লক্ষ রোহিঙ্গার আগমন , এটা ঠিক হবে ? লক্ষ হোক বা হাজার হোক বড় অংকেরই আগমন হবে । তারা সাময়িক হলে সমস্যা ছিল না, কিন্তু তারা বসবাসের জন্য আসবে । আমি চাই তারা সশস্ত্র বিপ্লব করুক । কিন্তু তারা সফল হবে এই চিন্তা করছি না । খুবই কঠিন ।

মায়ানমার এর সাথে অর্থনৈতিক অবরোধ আরোপের পুনরায় চেষ্টা করা যেতে পারে । শুধু রোহিঙ্গারা বিদেশে সমস্যা করে না বরং বাঙ্গালীরাও করে । মূল কথা রোহিঙ্গা সমস্যা করে সেটা নয় বরং তারা সমস্যা করবে । বর্তমান সিলটী আন্দোলন ব্লগে নজর পড়ছে , আগের উপজাতীর আগ্রাসন এখনও কমছে না । তার উপর যদি লক্ষাধিক রোহিঙ্গার আগ্রাসন হয় , তাহলে কেমন হবে ??? রোহিঙ্গা কাউকে হত্যা বা ধর্ষন করুক তার জবাব খুব কঠিনভাবে পাচ্ছে কিন্তু বাংলাদেশ এ এরকম শুরু করলে তার জবাব কঠিনভাবে পাবে না ।

বরং উল্টাই বাংলাদেশ হাত ছাড়া হয়ে যাবে ! চট্টগ্রাম যদি বাঙ্গালী স্যাটেলমেন্ট না হত তাহলে এতদিনে উপজাতি ইউনিটি আলাদা দেশ হয়ে যেত । আর সিলটীরা শুরু করেছে মাত্র ! দেশ স্বয়ংসম্পূর্ণ হলে আমার আপত্তি ছিল না । কিন্তু স্থায়ী বন্দোবস্ত এর পক্ষে নাই । মুসলিম আমারও ভাই, কিন্তু এই বলে নিজের দেশকে কষ্ট দিয়ে নয় । এটা মক্কা ও মদিনা হিজরত নয় ।

রাসূল সা: মক্কা জয় করতেই মদিনা হিজরত করেছেন । এটা ১৯৭১ মহান স্বাধীনতা দিবসও নয় । আমরা তখন সর্বাত্নক যুদ্ধ শুরু করেছিলাম । তাতে ভারত বন্ধু প্রতিম রাষ্ট্র হয়ে রাজনৈতিক সুবির্ধাথে এই যুদ্ধে সহায়তা করেছে । উপরের দুইটার সাথে রোহিঙ্গাদের কোন মিলই নাই ।

তারা এই দেশে থাকতে আসছে । আর এই দেশ ইতিমধ্যেই থাকার অনুপোযোগী হবার যোগাড় জনসংখ্যার চাপে । আর ১ মাসের লক্ষাধিক এর বুস্ট এর দরকার মনে করি না । তাদের সশস্ত্র বিপ্লবের সাথে আছি কিন্তু বাংলাদেশ তাদের দেশ নয় । তাদের ফিরে যাওয়া উচিত ।

পুশব্যাক করা উচিত । আগের আগমন এখনও পুশব্যাক হয় নাই, তার উপর নতুন আগমন ! তারা কোন ধরনের ফাইট ব্যাকও করছে না । শুধু শুধু প্রাণ দিচছে ! ধুকে ধুকে মৃত্যু থেকে সাহসের সাথে মৃত্যু অনেক ভাল । এই বলে আমি মৃত্যের দিকে ঠেলে দিতেও বলছি না । কিন্তু এই দেশে স্থায়ী বসবাসের সাথে আমার কঠোরভাবে দ্বিমত আছে ।

আমি নিজে মুসলিম হয়ে আরবে বৈষম্যের স্বীকার হয়েছি তবুও মনে কষ্ট রাখি নাই। কারণটা দেশটা আমার না । মুসলিম তো জীবন বিধান অনুসারে এই বলে মানচিত্রের কাটাকুটি অনুসারে নয় । এই দিকে আমেরিকার আগমন খুব জোড়ালো ভাবে ....... বাংলাদেশের সামনে অনেক বিপদ ......... নিজের দেশের চিন্তাই আগে ...... কারণ দেশ বাচলেই রোহিঙ্গা কেন ... পুরো বার্মার বিরুদ্ধেই রাজনৈতিক , কুটনৈতিক ও সামরিক চাপ দেওয়া যাবে । যদিও সন্দেহ হয় যে বিহারী আজ পর্যন্ত সরাতে পারল না ! তার উপর রোহিঙ্গাদের কি সরাবে ? বিহারী ও পাকিরা মুসলিম হিসেবে কি আদরটাই না করে দিল ১৯৭১ এ .. সুতরাং মুসলিম ফেনা তুলে লাভ নাই ।

রোহিঙ্গাদের বাংলাদেশী নাগরিকত্ব দেবার বিপক্ষে । সবাই নিজের চিন্তা করে , আমাদেরও করতে হবে । ্বিশ্ব এই রকম যে.. যে টিকতে পারবে যুদ্ধ করে সে টিকে যাবে আর যে পারবে না সে ঝড়ে পরবে । এটা তারাই বুঝতে পারবে যারা্বিদেশে গমন করেছে ইতিমধ্যে । ব্লগার কায়রো সাহেব এর সাথে একমত পোষন করছি ।

রোহিঙ্গাদের প্রতি সমবেদনা রইল কিন্তু বা ং লা দে শ আগে । মিশর এর সাথে ফিলিস্তিন এর সীমান্ত খুলে দেওয়ার অনেক পার্থক্য আছে । তারা মিশরে স্থায়ী হয়ে থাকে না তারা আবার ফিলিস্তিন এ ফেরত যায় । কিন্তু রোহিঙ্গানরা ফিরত যাবার জন্য আসছে না । এই দাঙ্গার চিন্তা করলে তো ভারতে প্রায়ই দাঙ্গা হয় মুসলিম সহ বিভিন্ন ধর্মের মতে ... তো তাদের স্বাগতম জানাই! কি বলেন ? তিব্বতের চিন্তা করলে তো তাদেরও সমস্যা হয় ,, মাঝে মাঝে তাদেরও আসতে বলি !! তামিলদেরও হিজরত করতে বলি এইখানে !!! দেশটাকে অভয়আশ্রম গড়ে তুলি আর আম্রিকানদের ঘাটি তৈরীতে সহায়তা করি !!! আপনারা কি বুঝতে পারছেন না এটা পরিকল্পিত দাঙ্গা !! সুতরাং আমাদের তাদের স্থায়ী জায়গায় দিয়ে কুমিড় কেটে খালই আনছি ।

প্রাথমিক ও সাময়িক সর্ব প্রকার সহযোগীতার সাথে আছি কিন্তু স্থায়ীতে নাই । আমার বড়ই সমস্যা .............. কেন ? আমার নিজের বাড়িতে পানি না, গ্যাস নাই, বিদ্যুত নাই । টাকা দিয়েও পানি কিনে পুষছে না , গ্যাস তো পাওয়াই যায় না । বিদ্যুত এর জন্য খরচ করে জেনারেটর কিনার উপক্রম । যাতায়াত খরচ বেড়েছে, আত্নীয় স্বজন পরিবার পরিজন বেশী খরচ দিয়েও সকাল বেলার গাড়ি টা ফাকা পায় না ।

বাচ্চারা স্কুলে যেতে পারে না, এমনকি পরীক্ষার দিনেও দেরী করে পৌছে ! দ্রব্য মূল্যের আকাশ ছোয়া ! মধ্য বিত্ত হওয়া সত্ত্বেও পোষাতে নাভিশ্বাষ উঠে ড যায় । আর লাখ খানেক মানুষকে পাশে জায়গা দিয়ে কোটি মানুষের সমস্যা করে এত বড় মানবতা দেখাতে পারছি না । আমি দু:খিত । আগে দেশ স্বংসম্পূর্ণ হোক এরপর চিন্তা তামিলদের সহযোগীতা করব না রোহিঙ্গা ভাইদের । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.