নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই আমি চড়ুই কিংবা শালিক আলাদা করতে জানি। এর বেশি পাখি চিনি না। তার বাসায় গিয়ে অবাক হয়েছি, সৌখিন মানুষ। আসবাব পত্রের মতই পোষা নানান পাখি, বহু বছর ইউরোপে থেকে এসেছে, তার গল্প এবং শেষে তার একটা পাখি দেখাচ্ছিল।
পাখিটা দামী।
পালকগুলো ঝলমলে সুন্দর।
যথারীতি বাড়ি, গাড়ির মত পাখিটার গুণকীর্তন করা হল। জানলাম লাভবার্ড দুর্লভ, জানলাম পাখিটা একা থাকতে পারে না। আমার হাতের আঙুলে বসিয়ে দিতেই পাখিটা ওখানেই বসেই থাকলো। পাখিটা এত অনুগত মনে হল গাইতে বললে গাবে।
আমি বললাম, বাসা তো খোলা, ও উড়ে যাবে না
না, যাবে না। কারণ ওর ডানা কেটে দিয়েছি।
আমি চমকে উঠেছিলাম। গল্পে কবিতায় আগে শুনলেও এর আগে আমি ডানা কাটা পাখি দেখি নি। ওকে উড়িয়ে দিতে থাকলে ছটফট ডানা ঝাপটে একসময় মাটির দিকে পড়ে গেল।
তাকে আমি কাছে গিয়ে আবার তুলে আনলে সে বসে থাকলো। আমার চোখের দিকে করুণ চোখে চেয়ে থাকলো। যেন একটুকরো অভিমান। ডানা কাটা পাখির অভিমান ছাড়া কিই বা থাকে?
--
ড্রাফট ১.০ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।