দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রথম পাতায় পীর হাবিবুর রহমান লিখিত মন্তব্য প্রতিবেদনের হেডলাইনটি ছিলো, "নববর্ষের ভোরে দুই নেত্রী ফোনে ফোনে কথা বলুন"।
সেইরকম মজা পাইছি। দেশে এমন একজন লোক খুঁজে পাবেন না যে কিনা দুই নেত্রীর মধ্যে কথপোকথন চায়না। আর যোদি খুঁজেও পান তবে সে একজন বিশিষ্ট রাজনৈতিক মৌলবাদী। আমরা বিশ্বাস করি, দুই নেত্রীর মধ্যে নিয়োমিত বৈঠক হলে দেশ আজ এই পরিস্থিতির দ্বারপ্রান্তে পৌছায় না।
জনগণের জন্য কিংবা দেশের মঙ্গলে জন্য দুই নেত্রীর মধ্যে এই মিলনটা জরুরী। কিন্তু এই দুই রাষ্ট্রপ্রধান (একজন বর্তমান আরেকজন সাবেক) হিংসা বিদ্ব্যেশের উর্ধে উঠতে পারেননি।
আমরা বাঙ্গালীরা ওয়ান ইলাভেন থেকে শিক্ষ্যা নেইনি তাই আবারো দুই দলকে ভোট দেবো। আমাদের আপা আর ম্যাডাম ঠিক একই ভাবে শিক্ষ্যা নিতে পারেননি তাই আমাদের এই অবস্থা।
এই অবস্থা থেকে বেড়িয়ে আসতে একজোগে কাজ করতে হবে।
ঐক্যবদ্ধ হতে হবে আম জনতার। তবে রাস্তাঘাটে মঙ্গল প্রদ্বীপ জ্বালিয়ে কিছু মঙ্গল হবে বলে মনে হচ্ছে না।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।