আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ৩টি রহস্যজনক কনস্যুলেট ?

অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ছাড়াও কানাডায় বাংলাদেশের আরো তিন তিনটি রহস্যজনক অনারারি কন্স্যুলেট অফিসের সন্ধান পাওয়া গেছে। দু'টি পৃথক (http://bangladesh. visahq.ca/ embassy/ Canada/ এবংhttp://www. touristlink.com/canada/nelson-s-column/overview. html) সাইটে বৃটিশ কলম্বিয়া, আলবার্টা এবং মন্ট্রিয়লে ফোন, ফ্যাক্স, ইমেইল, ঠিকানাসহ 'অনারারি কন্স্যুলেট অফ বাংলাদেশ' রয়েছে। এগুলোর ইমেইলে যোগাযোগ করে কোনো উত্তর পাওয়া যায়নি। আর ফোন করা হলে মন্ট্রিয়লের (৫৪১-৩৯৭-৩১০৯) অফিসে মেসেজ যায়, ভ্যাঙ্কুভার (৬০৪-৯২৯-৯৭৭০) থেকে বলা হয় ফোনটি কার্যকরি নয় এবং আলবার্টার ক্যালগেরির (৪০৩-২৬৮-১৫৫৫) ফোনটি এক ভদ্র মহিলা রিসিভ করে প্রথমে তথ্য দিতে অপারগতা প্রকাশ করলেও পরে জানায়, অনেক আগে এটি অনারারি কন্স্যুলেট ছিলো। এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনার কামরুল আহসানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উক্ত তিনটি অনারারি কন্স্যুলেট অফিস সম্পর্কে তার কোনো ধারণা নেই। কখন, কবে, কিভাবে অফিসগুলো চালু হয়েছিলো, কি তাদের কার্যক্রম এবং এখন কি অবস্থায় আছে তাও তিনি বলতে পারেননি। তথ্যসূত্র- Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.