আমাদের কথা খুঁজে নিন

   

পতাকা

৩৭৭ ফুট উঁচু ভবনটার ছাদে উঠলে যে কারো চোখ ছানাবড়া হয়ে যাবে! সেখানে দাড়িয়ে আছে কিরি আর অকা নামের দুই অদ্ভুত দর্শন এলিয়েন! পৃথিবী থেকে এক হাজার কোটি আলোকবর্ষ দূরের মিঙ্গোপিসা নামের গ্রহ থেকে এসেছে তারা- পৃথিবী নামক গ্রহের চরম আবেগপ্রবণ ও বুদ্ধিমান প্রাণী হোমো সেপিয়েন্স নিয়ে গবেষণা করার জন্য। গাঢ় নীল রঙের গোলাকার (পেনসিল ব্যাটারি সদৃশ) আকার বিশিষ্ট ৩ ফুট উচু মুখাবয়বহীন দুজন- কিরি আর অকা তাদের চারপাশ, উপর- নীচ বিস্মিত নয়নে পর্যবেণ করতে করতে হঠাৎ কিরি নামের প্রাণীটি পাশের ভবনের ছাদে উড্ডয়মান একটা জিনিস দেখিয়ে প্রশ্ন করে ওঠে, ওটা কি? অকার কাছে কোন তথ্য না থাকায় পাশে থাকা স্পেসশিপটার সাথে তীব্রনীল রশ্মির সাহায্যে যোগাযোগ স্থাপন করে। মিনিট কয়েক তথ্যভান্ডার ঘেঁটে উত্তর দেয়, ওটা একটা পতাকা। পতাকা কি?- কিরির প্রশ্ন। পতাকা হল কোন একটা দেশের প্রতীক।

পৃথিবীটা মোট ১৯৫ টি স্বাধীন দেশে বিভক্ত। প্রতিটা দেশের রয়েছে নিজ নিজ পতাকা। পতাকা একটি স্বাধীন দেশের পরিচয় বহন করে। কিরি আবার প্রশ্ন্ করে, আমরা তবে কোন দেশে এলাম। এটা কোন দেশের পতাকা? অকা তার তথ্যভান্ডার ঘাঁটতে থাকে।

বলে, একটা সবুজ পটভুমি, কেন্দ্রে একটা রম্বস, রম্বসের ভেতরে একটা নীল বৃত্ত যাতে আছে ২৭টি সাদা তারা। আমার যদি ভুল না হয়ে থাকে তবে এটা ব্রাজিলের পতাকা। তার মানে তুমি বলতে ”াও, আমরা ব্রাজিলে আছি- কিরির জিজ্ঞাসু দৃষ্টি। আমার তো তাই মনে হয় কিরি। এটি দনি আমেরিকার সবচেয়ে বড় দেশ।

এর আয়তন প্রায় ৮৫,১৪,৮৭৭ ব কিমি.। হু, দেশটা সুন্দর। তবে এত বেশি গাড়ি কেন রাস্তায়? কেমন এলোপাথাড়ি চলছে! এদিকে দেখছি অনেকগুলো গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরে অকা তোমার ডানদিকে তাকাওতো! ওই যে আরেকটা পতাকা! কিন্তু অন্য রকম!কেন? কিরির প্রশ্ন শুনে অকা তার ডানে তাকালো। তাইতো! সেখানে তো আরেকটি পতাকা! কিন্তু তথ্যভান্ডার তো বলছে, একই দেশে এককভাবে অন্য দেশের পতাকা খুব কম দেশেই টানানো যায়।

কোন কোন দেশে তো আইন করে নিষেধ করা আছে। তথ্যভান্ডার কি তবে ভূল তথ্য দিচ্ছে? অকা আবার তার তথ্যভান্ডারে ডুব দেয়। হালকা নীল- সাদা- হালকা নীল- সমান তিনটি অংশে দুইটি রং। ১৮১২ সালের ২৭ ফেব্রুয়ারী পতাকাটি আর্জেন্টিনার রোজারিও শহরে প্রথম টানানো হয়। একই দেশে কয়েক ফুট দূরত্বের মধ্যে দুটি দেশের পতাকা দেখে ভিনগ্রহবাসী দুজন বিভ্রান্তিতে পড়ে যায়।

এটা তবে কোন দেশ? আর্জেন্টিনা, না ব্রাজিল? কোন সিদ্ধান্ত নিতে না পেরে তারা মানুষের সাথে যোগযোগ স্থাপনের উদ্দেশ্যে রাস্তায় নেমে আসে মানুষের রূপ ধরে। তারপর প্রথমেই যার সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করে, ভাই, এটা কোন দেশ? আর্জেন্টিনা, না ব্রাজিল? প্রশ্ন্ শুনে পথিক উত্তর দিল, না ভাই, এটা ব্রাজিল বা আর্জেন্টিন্ াকোনটাই না। এটা বাংলাদেশ। সাথে সাথে অকা তার তথ্যভান্ডারে ডুব দেয় আবার। ১,৪৭,৫৭০ ব:কি.মি এলাকা জুড়ে দ:এশিয়ার ছোট্ট দেশ বাংলাদেশ।

গরিব হলেও এদেশের মানুষরা আনন্দপ্রিয়। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিয়মিত খেললেও, ফুটবল বিশ্বকাপের সময় উন্মাদনায় ভেসে যায় সবাই। ভাবখানা এমন- যেন নিজেরাই বিশ্বকাপে খেলছে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.