বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল ভারতে সম্প্রচারের জন্য আজ পর্যন্ত নির্ধারিত মাধ্যমে আবেদন করেনি বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গতকাল হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ২০১১ সালের ৫ ডিসেম্বর পাস হওয়া ভারতের সম্প্রচার আইন অনুসারে কোনো টিভি চ্যানেল ভারতে প্রদর্শনের জন্য সে দেশে নিবন্ধিত হতে হবে। এ জন্য ভারতে ওই টিভি চ্যানেলের অফিস থাকতে হবে অথবা নির্দিষ্ট পরিবেশক থাকতে হবে। ‘ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল দেখানো হয় না’-বিভিন্ন মাধ্যমে গত কিছুদিন ধরে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রোববার হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
ভারতে বাংলাদেশি বা বিদেশি যে কোনো টিভি চ্যানেল সম্প্রচার (ডাউনলিঙ্ক) করতে ১০ বছরের জন্য নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নিবন্ধন নিতে এককালীন ১০ লাখ ভারতীয় রুপি এবং প্রতিবছর ১৫ লাখ ভারতীয় রুপি ফি দিতে হবে। এ ছাড়া যে প্রতিষ্ঠান বা পরিবেশক ভারতে ওই টিভি চ্যানেল দেখানোর জন্য মনোনীত হবে তাদের পাঁচ কোটি রুপির সম্পদ থাকতে হবে। এর বাইরে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান কারিগরি কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তার পদ থাকতে হবে। সেইসঙ্গে এই প্রধান কর্মকর্তাদের মধ্যে যে কোনো একজনের গণমাধ্যমে তার সংশ্লিষ্ট কাজের অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভারতের তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পাওয়ার পরই চ্যানেল কর্তৃপক্ষ/পরিবেশকরা স্থানীয় ক্যাবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
নিবন্ধিত না হওয়া কোনো টিভি চ্যানেল বৈধভাবে কোনো ক্যাবল অপারেটর দেখাতে পারে না।
ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে বলা হয়ে থাকে, ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল দেখানো হয় না। কিন্তু বাস্তবতা হল, এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেলই ভারতে প্রদর্শনের জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেনি। হাইকমিশন জানায়, নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে যথাযথভাবে আবেদনকারীদের সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত হাইকমিশন।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।