আমাদের কথা খুঁজে নিন

   

শালার ডিজিটাল...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

ডিজিটাল বাংলাদেশ গড়ার যে গণশ্লোগাণ এই সরকার আমাদের শিখিয়েছে, তা যে কেবলই মুখরোচক একটা কথা- এতে আমার কোন সন্দেহ নেই। দেশের সেরা দুইটি বিশ্ববিদ্যালয় ঢাকা ও জাহাঙ্গীরনগরের ওয়েবসাইটে কিছু প্রয়োজনীয় বিষয় খুজছিলাম। কিন্তু পেলাম না। পেলাম তো না ই- উল্টো যে চেহারা দেখলাম তাতে... ঢাকারটা তাও একটু দেখা যায়, কিন্তু জাহাঙ্গীরনগরেরটা এক্কেবারে... কী বলবো! প্রস্তরযুগের বলবো?! ঢাকারটার উপরে লেখা- আন্ডার কন্সট্রাক্শন! কবে যে এটা শেষ হবে কে জানে?! ডান সাইটে কিছু প্রয়োজন মিটানোর লিংক পেলাম- কিন্তু সে লিংকে যে রওয়ানা দিলো আর কোনো রেজাল্ট নিয়ে ফিরতে পারলো না আমার ব্রাউজার- ইন্টারনেট এক্সপ্লোরার ৮! আর জাহাঙ্গীরনগরেরটার কথা কী বলবো! আর্টসের সিট প্ল্যানের লিংকটাতে ক্লিকই করতে পারলাম না! উপরে তো লিংক দিলাম, দেখে আসুন- ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় দুটি বিদ্যাপিঠ কতটুকু ডিজিটাল হতে পারলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।