inveterate to Create নতুন ছিলাম, পুরনো হলাম,আজ বার্ধক্য আমায় ঘিরে রেখেছে । আজ আমার মুখে সাম্প্রদায়িকতা - ছাপে আমার প্রানে ঈর্ষা চোখে তোমার প্রতি ঘৃনা । তোমার কাছে আমি তবুও মরিচিকা অথবা মরিচিকার সমবেদনা । তোমার না পাওয়া স্পর্শের স্পর্শ - আজ আমার নিকট অস্পৃশ্বের হাহাকার । তবুও গুটিয়ে মনের মাঝে রেখে দেওয়া তুমি, সম্মানিত কোন ধর্মের সম্মান । রক্তবিন্দুতে আমার, আজ বার্ধক্যের ছাপ তোমার । বাস্তবতা তোমার চেয়ে নিষ্ঠুর নয়, কোনকালেই কল্পনায় আমি কোন মুমুর্ষ শরীরের গন্ধ । তবুযাবার বেলায় আমার অন্তর-আত্মার একটি কথাই - তুমি আমার আড়ালেই থেক, অদৃশ্যের শংখবনে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।